ডায়েট করে মৃত্যুর মুখে মডেল


MEn || আপনি কি ডায়েট করছেন? তা হলে বলি রাখি সাবধান! অচিরে আপনার শরীরে বাসা বাঁধতে পারে মারণ-ব্যাধি অ্যানোরেক্সিয়া। যার শিকার আজ বছর ৩৭-এর মডেল রাচায়েল ফারক। জিরো ফিগার হতে গিয়ে আজ তিনি মাত্র ১৮ কেজি। যেন এক জীবন্ত কঙ্কাল। ধীরে ধীরে ঢোলে পড়ছেন মৃত্যুর কোলে। তবে জীবনের শেষ আশা ছাড়তে চান না রাচায়েল সোশ্যাল মিডিয়ায় তাঁর শেষ আর্তি, “ আমি বেঁচে থাকতে চাই। আমাকে সাহায্য কর”।
স্টেজ মাতানোর নেশায় শরীরে সব মেদ ঝেড়ে
ফেলতে ফারকে শুরু করেছিলেন ডায়েট। আর এটাই হল তাঁর কাল। না খেতে খেতে আজ রাচায়েল অস্থি-চর্ম সার এজ জীবন্ত লাশ। দিনের পর দিন অনাহারে থাকতে থাকতে আজ চাইলেও মুখে কিছুই তুলতে পারছে না ফারকে। শরীরের ওজন এতটাই কম যে ন্যূনতম চিকিৎসার ধকল নেয়ার পর শক্তি নেই তাঁর শরীরে। যে কারণে দেশের কোনো হাসপাতাল ভর্তি নিতে চাইছে না তাঁকে।

ডাক্তারদের কথায়, না খেয়ে রাচায়েলের কিডনি, লিভার প্রায় নষ্ট হয়ে গিয়েছে। হার্টের অবস্থাও শোচনীয়। যেকোনো সময় বন্ধ হয়ে যেতে তাঁর হৃদস্পম্দন।

এক সময় মার্জার সরণী মাতাবেন এই মডেল আজ এই পেশায় তাঁকে দিল এমন জীবন। আজ র্যা ম্পা হাঁটা তো দূরের কথা নিজের পা দাঁড়াতে পারেন না তিনি। শুতে গেলে হাড় বিঁধে শরীরে অসহ্য যন্ত্রণা। মুখে কিছু দিলেই বমি। তবে এখন স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন রাচায়েল। আর তাঁর জন্য দরকার বিপুল অর্থ। আর এই খরচ জোগাতে সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদনের পাশাপাশি এড়ভঁহফসব বলে একটি পেজও তৈরি করেছেন বাচায়েল ও তাঁর স্বামী। এই পেজে বিশ্ববাসীর কাছে তাঁদের আর্জি, তাঁরা কিছু অর্থ সাহায্য করে যাতে, অন্তত রাচায়েলের জীবনটা বাঁচে।

তবে এটাই প্রথম এমন নয়। এর আগেও বহু মডেল ও অভিনেত্রীরা অ্যানোরেক্সিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। কেউ কেউ কেন ক্রমে বেঁচে আছেন। আপনাদের জানিয়ে রাখি, ২০১৩ সালে অ্যানোরেক্সিয়াতে মৃত্যু হয়েছে ৬০০ জনের।

অ্যানোরেক্সিয়া কি?

ইটিং ডিজঅর্ডার। চিকিৎসার পরিভাষায় এই রোগের পুরো নাম অ্যানোরেক্সিয়া নার্ভোসা। চিকিৎসকরা জানাচ্ছেন, অতিমাত্রায় ডায়েট থেকেই এই রোগ হয়। ডায়েট করতে করতে একসময় মানসিক ভাবেই এমন এক পর্যায় আসে, তখন আর কিছুই খেতে ইচ্ছে করে না। খিদেও পায় না। শুকিয়ে যায় খাদ্যনালী।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি