ডুবে ডুবে জল খাচ্ছে অক্ষয়-সোনাক্ষি

ডুবে ডুবে জল খাচ্ছে অক্ষয়-সোনাক্ষি টেকনো ডেস্ক : পর্দায় তাদের কেমিস্ট্রি চোখ ধাঁধানো। কেবল পর্দা কেন, বাস্তব জীবনেও তারা যে ডুবে ডুবে জল খাচ্ছিলেন তাতে সন্দেহ নেই। কথা হচ্ছে অক্ষয় কুমার এবং সোনাক্ষি সিনহাকে নিয়ে। বলিউডের একসময়ের খিলাড়ি বলেই পরিচিত অক্ষয়। সিনেমার সংখ্যা বাড়ার সাথে সাথে যেন নায়িকাদের সাথে প্রেমের সংখ্যাও বাড়িয়েছেন এই তারকা। আর সোনাক্ষির কথা বলতে গেলে বলিউডে সালমানের হাত ধরে আসা অতঃপর শহীদ কাপুরের সাথে নাম জড়ালেও তা যে কেবল একটি ধাঁধাই ছিল তা পরিস্কার হয়ে যাবে খুব সহজেই। অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা একসঙ্গে জুটি বেঁধে পরপর বেশ কয়েকটি হিট সিনেমা করেছেন। সম্প্রতি এই জুটির ছবির ‘হলিডে’ ১০০ কোটির ক্লাবেও নাম লিখিয়ে ফেলেছে। এই জুটি সকলেরই বেশ পছন্দ তবে কেউ এক জন এতে বেশ অসন্তুষ্ট। তিনি আর কেউ নন, অক্ষয় পতœী টুইংকেল খান্না। শোনা যাচ্ছে তিনি নাকি স্বামী অক্ষয়কে রীতিমতো হুমকি দিয়েছেন যাতে অক্ষয় সোনাক্ষীর সঙ্গে খুব বেশি ছবিতে কাজ না করেন। আর স্ত্রীর বাধ্য স্বামীর মতো মাথা পেতে নিলেও সাম্প্রতিক কিছু বিষয় কিন্তু তা বলছে না। বরং টুইংকেলের চোখের সামনেই এসব হয়ে আসছে। অক্ষয় এব...