আসছে ‘রাউডি রাথোড় টু’
আসছে ‘রাউডি রাথোড় টু’
টেকনো ডেস্ক : ২০১২ সালে মুক্তি পাওয়া ‘রাউডি রাথোড়’ এর সাফল্যের পর এবার সিনেমাটির সিকুয়েল নির্মাণের পরিকল্পনা চলছে। মুম্বাইভিত্তিক দৈনিক মুম্বাই মিরর বলছে, সম্প্রতি ‘রাউডি রাথোড়’ এর সিক্যুয়াল তৈরির সিদ্ধান্ত নিয়েছেন সিনেমাটির প্রযোজক সাঞ্জায় লিলা বানসালি এবং শাবিনা খান। নায়কের ভূমিকায় আকশায় কুমার থাকলেও এবার নায়িকা হিসেবে দেখা যাবে না সোনাকশি সিনহাকে। তাই চলছে নায়িকার খোঁজ প্রথমবারের মত এবারও সিনেমাটি পরিচালনা করবেন প্রাভু দেভা।সিনেমা সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, চলতি বছরের অক্টোবরে ‘বাজিরাও মাস্তানি’র শুটিং শুরু করবেন বানসালি। আর ‘রাউডী রাথোড় টু’এর কাজ শুরু হবে আগামী বছরের মাঝামাঝি সময়ে। ২০১২ সালে বক্স অফিসে ‘রাউডি রাথোড়’ এর আয় ১০০ কোটি ছাড়িয়ে যাওয়ার পরপরই নাকি এর সিকুয়েল নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। খবরটি নিশ্চিত করে শাবিনা খান মিররকে জানান, আপাতত চিত্রনাট্য লেখার কাজ চলছে। অ্যাকশন-কমেডি ধাঁচের সিনেমা ‘রাউডি রাথোড়’ ছিল তেলেগু সিনেমা ‘ভিকরামারকুদু'র রিমেইক।
Comments
Post a Comment