Posts

Showing posts with the label Singer

ম্যাডোনার পোশাক মিলিয়ন ডলারে বিক্রি

Image
ম্যাডোনার পোশাক মিলিয়ন ডলারে বিক্রি  ## ম্যাডোনার কিছু পোশাক এবং সাজসজ্জার সামগ্রী সেলেব্রিটিদের জন্য ডাকা নিলামে ৩ মিলিয়নেরও বেশি ডলারে বিক্রি হয়েছে। এগুলো তিনি তার সমগ্র ক্যারিয়ারে বিভিন্ন গান এবং সিনেমার অনুষ্ঠানে পরেছিলেন। ডেসপারেটলি সিকিং সুজানে পরা একটি জ্যাকেট সর্বোচ্চ ২৫২, ০০০ ডলারে বিক্রি হয়েছে যেখানে ম্যাটেরিয়াল গার্ল গানটিতে পরা একটি গাউন প্রায় ৭৪ হাজার ডলারে বিক্রি হয়েছে। এছাড়াও ক্যালিফোর্নিয়ায় ডাকা নিলামটিতে মাইকেল জ্যাকসন , চের এবং বিটলসের ব্যবহার করা সামগ্রী ছিল। ম্যাডোনা যখন ১৯৮৫ সালে শন পেনকে বিয়ে করেছিলেন সেই বিয়ের পোশাকটি বিক্রি হয় ৮২ হাজার ডলারে যেখানে হুজ দ্যাট গার্ল ট্যুর করার সময় পরা পোশাকটির নিলাম ওঠে ৫০ হাজার ডলার পর্যন্ত। অন্যান্য যেসব সামগ্রী মানুষকে আকর্ষণ করে তার মাঝে জন লেননের ব্যবহার করা চশমাটি ২৫ হাজার ডলারে এবং এলভিস প্রিসলির একটি আংটি প্রায় ৫৮ হাজার ডলারে বিক্রি হয়। দুই দিনের ডাকা এই নিলামে গিটারও বিক্রি হয়েছে। স্টিফেন স্টিলের একটি ১৯৪০ গিবসন জে২০০ ও এই নিলামে বিক্রি হয়।

নতুন করে ন্যান্সি

Image
নতুন করে ন্যান্সি  ইনফো ডেস্ক ॥ নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনির ন্যান্সি। রোজার ঈদের পরের অনাকাঙ্খিত ঘটনার রেশ কাটিয়ে এবং কোরবানি ঈদের পর বিএনপির অঙ্গসংগঠন জাসাস মহানগরের (দক্ষিণ) সহ-সভাপতির পদ ছেড়ে এখন শুধু গানে মনোযোগী হয়েছেন এই শিল্পী। পদে না থেকেও সারাজীবন বিএনপিকে সাপোর্ট করার কথাও অবশ্য তিনি এরই মধ্যে জানিয়েছেন। এদিকে মগবাজার ছেড়ে এখন রামপুরার একটি ফ্ল্যাটে উঠেছেন ন্যান্সি। সেখানেই স্বামী নাজিমুজ্জামান জায়েদ ও দুই কন্যা রোদেলা ও নায়লাকে নিয়ে থাকছেন তিনি। বর্তমানে একাধিক ছবি ও অ্যালবামের গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ন্যান্সি। এদিকে এরই মধ্যে এ তারকা তার গড়া গানের দলের সদস্যদের কথা-সুর-সংগীতে ‘দুষ্টু ছেলে’ নামক একটি একক অ্যালবাম প্রকাশ করেছেন। এ অ্যালবামটি রোজার ঈদে মোবাইল ফোনে মুক্তি দেয়া হয় ডিজিটালি। এরই মধ্যে গানগুলো থেকে ভাল সাড়াও পেয়েছেন ন্যান্সি। অ্যালবামটি শ্রোতাদের জন্য শিগগিরই ফিজিক্যালি প্রকাশ করা হবে। অ্যালবাম থেকে দু-একটি মিউজিক ভিডিও তৈরিরও ইচ্ছা রয়েছে এ তারকার। সব মিলিয়ে পরিবার ও গান নিয়ে চলতি সময়টা কেমন উপভোগ করছেন? উত্তরে আগ...

সংগীতশিল্পী সুবর্ণা মুস্তাফা

Image
সংগীতশিল্পী সুবর্ণা মুস্তাফা  ইনফো ডেস্ক: গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা তার দীর্ঘ সফল ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। এখন অবশ্য অভিনয় আগের তুলনায় কমিয়ে দিয়েছেন তিনি। খুব বেছে বেছে কমসংখ্যক নাটকেই তাকে দেখা যায়। সেই ধারাবাহিকতায় সম্পতি একটি খ-নাটকে অভিনয় করলেন সুবর্ণা। এখানে সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করবেন তিনি।’তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয়? আর সব অবসান? ’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘গানের আড়াল’ কবিতার প্রথম এ দুই লাইন অবলম্বনে সম্প্রতি নির্মিত হয়েছে নাটকটি। নাটকের নাম ‘শেষ হয় না বেলা’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। সুবর্ণা মুস্তাফা ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন বন্যা মির্জা, মাজনুন মিজান, নাজিবা প্রমুখ। এ নাটকে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, কাজী নজরুল ইসলামের ‘গানের আড়াল’ কবিতার প্রথম দুই লাইন অবলম্বনে নাটকটি তৈরি। এই দুই লাইনেই এর সারসংক্ষেপ পাওয়া যায়। আমার নিজের কাছে অনেক ভাল লেগেছে এর গল্প শুনে। এখানে সংগীতশিল্পী হিসেবে দেখা যাবে আমাকে। আমার মনে হয় নাটকটি সব শ্রেণীর দর্শকের ...

সিকুয়েল অ্যালবামে লিজা

Image
সিকুয়েল অ্যালবামে লিজা ইনফো ডেস্ক : সিকুয়েল অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা। আগামী ঈদুল আজহায় প্রকাশ পাবে তার ‘লিজা পার্ট-২’ শিরোনামের অ্যালবামটি। এটি তার ক্যারিয়ারের প্রথম অ্যালবাম ‘লিজা পার্ট-১'-এর সিকুয়েল হিসেবে প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি। ইতোমধ্যে এই অ্যালবামের ৫টি গানের কাজ সম্পন্ন করেছেন লিজা। গানগুলোর মধ্যে রয়েছে ‘ছুরাইয়া’, ‘মনেরি ঘর', ‘তুমি আসবে বলে’ ইত্যাদি। এই অ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন আরফিন রুমি, বেলাল খান, জুয়েল মোর্শেদ এবং নকিব খান। এ সম্পর্কে লিজা বলেন, ‘ঈদুল ফিতরেই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেয়ার ইচ্ছা ছিল। কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে অ্যালবামটির কাজ শেষ করতে পারিনি। তবে কিছুদিনের মধ্যেই এর কাজ শেষ করে ফেলব। আগামী ঈদুল আজহায় অ্যালবামটি প্রকাশের পরিকল্পনা রয়েছে। ' তিনি আরো জানান, অ্যালবামটির কয়েকটি গান নিয়ে তার মিউজিক ভিডিও নির্মাণেরও ইচ্ছা রয়েছে। এ নিয়ে কয়েকজন নির্মাতার সঙ্গে তার কথা চলছে। লিজা মনে করেন, দিন দিন বাংলা গানের শ্রোতার সংখ্যা বাড়ছে। আগামীতে এর সংখ্যা দ্বিগুণ ...

কমনওয়েলথ গেমসে গান গাইবেন কাইলি

Image
কমনওয়েলথ গেমসে গান গাইবেন কাইলি টেকনো ডেস্ক : যুক্তরাজ্যে স্কটল্যান্ডের গ্লাসগোতে আগামী মাসে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠানে গাইবেন কাইলি মিনোগ। ৩ আগস্ট হ্যাম্পডেন পার্কে পাঁচটি গান গেয়ে শোনাবেন তিনি। তার প্রতিনিধিরা আন্তর্জাতিক মানের এই অনুষ্ঠানের কাজ এনে দিতে পারায় বেজায় খুশি কাইলি। অস্ট্রেলিয়ান সংগীতশিল্পীরা যুক্তরাজ্যে ভালো অবস্থান গড়তে পারলেও কাইলি এদিক দিয়ে বরাবরই পিছিয়ে আছেন। বিয়ন্সে নোলস কিংবা রিয়ান্নার মতো খ্যাতি অর্জন করতে পারেননি ৪৬ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান গায়িকা। তবে কমনওয়েলথ গেমসের সমাপ্তি অনুষ্ঠান তাকে কয়েক ধাপ এগিয়ে দেবে বলে মনে করছেন তিনি। এ বছরের ১৪ মার্চ বাজারে এসেছে কাইলির দ্বাদশ স্টুডিও অ্যালবাম ‘কিস মি ওয়ান্স’। যুক্তরাজ্যে এটি ভালোই চলেছে।