Posts

Showing posts with the label Eid Natok

মোশাররফ-জুঁই দম্পতির ‘অনন্ত প্রেম’

Image
মোশাররফ-জুঁই দম্পতির ‘অনন্ত প্রেম’ টেকনো ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী জুঁই করিমকে নিয়ে মাছরাঙা টেলিভিশন নির্মাণ করেছে ঈদের বিশেষ অনুষ্ঠান ‘অনন্ত প্রেম’। অনুষ্ঠানে নিজেদের প্রেম-ভালোবাসার গল্প বলবেন টিভি নাটকের জনপ্রিয় এই দম্পতি। সেই সাথে নিজেদের ভালো-মন্দ, মান-অভিমান, অভিযোগ-অনুযোগের কথাও বলবেন তারা। দু’জনের কন্ঠে গানও শোনা যাবে এতে।  মোশাররফের লেখা গান গেয়ে শোনাবেন জুঁই। এছাড়া সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা ‘কেউ কথা রাখেনি’ আঞ্চলিক ভাষায় আবৃত্তি করবেন মোশাররফ করিম। উত্তর দেবেন মজার মজার প্রশ্নের। সামিয়া আফরিনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়–য়া। ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে প্রচারিত হবে এ অনুষ্ঠান।