Posts

Showing posts with the label Katrina

ক্যাটরিনার কথা মনে পড়লো সালমানের

Image
MEn || ভারতীয় অভিনেতা সালমান খান এখন ব্যস্ত তার নতুন সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান'-এর শুটিং-এ। কাশ্মীরের চলছে সিনেমাটির শুটিং। আর সেখান থেকেই জানালেন, সাবেক প্রেমিকা ক্যাটরিনার কথা মনে পড়ছে তার। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবি পোস্ট করে সালমান লেখেন, "কাশ্মীর যার দেখা হয়নি, তার জীবনটাই বৃথা। সবাই বলে, পৃথিবীর বুকে যদি স্বর্গ থাকে তা হলে তা এখানেই আছে।" এরপর নিজের একটি ছবির সঙ্গে সালমানের আরেকটি টুইট ছিল, "প্রাকৃতিক সৌন্দর্যে ধনী কাশ্মির মাশাল্লাহৃমাশাল্লাহৃ" কিছুক্ষণ পর তিনি টুইট করেন, "মাশাল্লাহ থেকে মনে পড়ল, ক্যাটরিনা কাইফও কাশ্মীরের মেয়ে।" ২০১২ সালে মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ সিনেমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘মাশাল্লাহ মাশাল্লাহ’ গানের তালে নেচেছিলেন সালমান।

কাট-রণবীরের লিভ টুগেদার

Image
কাট-রণবীরের লিভ টুগেদার ইনফো ডেস্ক ॥ লিভ টুগেদার করছেন বলিউডের লাভ বার্ডখ্যাত জুটি রণবীর কাপুর ও কাটরিনা কাইফ। তবে লুকোচুরি করে নয়, খোলামেলাভাবেই এখন এক ছাদের নিচে থাকছেন তারা। মুম্বইয়ের কার্টার রোডে আগেই একটি বাড়ি কিনেছিলেন এ যুগল। অবশেষে সেই বাড়িতে উঠেছেন রণবীর ও কাটরিনা। এর আগে অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে তাদের সম্পর্ক। মাঝে সম্পর্ক ভেঙেও গিয়েছিল তাদের। তবে গত কয়েক মাসে আবারও ঘনিষ্ঠ হয়েছেন এ জুটি। বিভিন্ন স্থানেও তাদের একসঙ্গে ডেটিং করতে দেখা গেছে। অবশেষে তাদের প্রেমেরই জয় হলো। নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী একই সঙ্গে থাকা শুরু করেছেন তারা। জানা গেছে, সম্প্রতি রণবীরের একটি সার্জারি হয়েছে। এর জন্য শুটিং বন্ধ রেখেছেন তিনি। আর তার যতœআত্তির দায়িত্ব নিয়েছেন কাটরিনা। এ কারণে এ অভিনেত্রীও অভিনয় থেকে সাময়িক ছুটি নিয়েছেন। কাটরিনার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এ জুটি গত দু’দিন ধরে এক ছাদের নিচে থাকছেন। মূলত এ কারণেই তারা বাড়িটি নিয়েছিলেন মুম্বইয়ে। আপাতত দু’জনই শুটিং বন্ধ রেখেছেন। একান্ত কিছু সুন্দর মুহূর্ত তারা পার করছেন। এদিকে লিভ টুগেদার থেকে তাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়াবে কিনা সে...