Posts

Showing posts with the label প্রভা

প্রভার মনের মানুষ ফটোগ্রাফার

Image
প্রভার মনের মানুষ ফটোগ্রাফার  ইনফো ডেস্ক : কিছুদিন ধরেই অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার চারপাশে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে মিলন নামে একজন ফটোগ্রাফাকে। পেশাগত কারণে একটি কোম্পানির কর্মচারীদের বার্ষিক পিকনিকে ছবি তোলার দায়িত্ব পায় সেই ফটোগ্রাফার। সেই সূত্রে ওই কোম্পানিতে কমর্রত প্রভার সঙ্গে তার পরিচয় হয়। সেখানেই তাদের ভালো লাগা শুরু হয়। কিন্তু কেউই প্রকাশ করেন না। কিন্তু ফোনালাপ, সাক্ষাতে নিয়মিত যোগাযোগ চলছিল তাদের। জানা গেছে এরই মধ্যে প্রভার সঙ্গে সেই ফটোগ্রাফারের প্রেম বিনিময় হয়ে গেছে। তাহলে কি এই ছেলেটিই তার মনের মানুষ? তবে ছেলেটি প্রভার মনের মানুষ হোক আর যাই হোক। এটি কিন্তু তার বাস্তব জীবনের গল্প নয়। নিজাম উদ্দিন লস্করের রচনা ও হারুন-অর-রশীদের পরিচালনায় ‘মনের মানুষ’ নামের একটি নাটকে এমনই চরিত্রে অভিনয় করেছেন তিনি। এতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, নাটকটির গল্প বেশ সুন্দর। আমি সাধারণত এমন রোমান্টিক ঘরানার গল্পের নাটকে অভিনয় করতে পছন্দ করি। দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। এতে ফটোগ্রাফার মিলনের চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। নাটকটি একুশে টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচা...