Posts

Showing posts with the label Achol

মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ‘স্বপ্ন যে তুই’

Image
মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর ‘স্বপ্ন যে তুই’     বিনোদন: ইমন-আঁচল জুটির প্রথম সিনেমা ‘স্বপ্ন যে তুই’ মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর। সিনেমাটি মালয়েশিয়া, দুবাই ও বাহরাইনেও মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানালেন এর পরিচালক মনিরুল ইসলাম সোহেল। সিনেমাটি দেশের বাইরে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ইংরেজি সাবটাইটেলও করা হয়েছে। ইতোমধ্যে মালয়েশিয়ান প্রতিষ্ঠান রেডিয়েন্টের সঙ্গে কথাবার্তা হয়েছে বলে জানান তিনি। তাদের সহযোগিতায় সিনেমাটি মালয়েশিয়ার সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। পরিচালক সোহেল বলেন, ‘পুরো ব্যাপারটি নিভর্র করছে মালয়েশিয়ার সেন্সর বোডের্র ওপর। তারা সেন্সর ছাড়পত্র দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে মালয়েশিয়ার কোন অঞ্চলে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে। রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাতে আরও অভিনয় করছেন মীরাক্কেল খ্যাত তারকা আবু হেনা রনি, জামিল হোসেন ও আনোয়ারুল আলম সজল।

আইটেম গানে আঁচল

Image
আইটেম গানে আঁচল ইনফো ডেস্ক :'গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবির দৃশ্যে বাপ্পি-আঁচল'গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে আইটেম গার্ল হিসেবে নাচলেন নবাগত নায়িকা আঁচল। সম্প্রতি এফডিসির চার নম্বর ফ্লোরে গানটির শুটিংয়ে অংশ নেন তিনি।’গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিটি পরিচালনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান। আইটেম গানে অংশ নেওয়ার প্রসঙ্গে আঁচল বলেন, ‘আমাকে এর আগে কখনো আইটেম গানে পারফর্ম করতে দেখা যায়নি। এবারই প্রথম এ ধরনের গানে পারফর্ম করলাম। গল্পের প্রয়োজনে কাজটি করতে হলো। অনুভূতি অন্য রকম। আশা করছি দর্শকেরা ভিন্নতা পাবে।’ ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে মূল নায়িকা হিসেবে কিন্তু অভিনয় করছেন আঁচল নিজেই। এতে আঁঁচলের সহশিল্পী বাপ্পি।   আঁচল ও বাপ্পি প্রথম জুটি হয়ে অভিনয় করেন শাহীন সুমনের পরিচালনায় ‘জটিল প্রেম’ ছবিতে। এরপর দুজনে একসঙ্গে অভিনয় করেন ‘প্রেম পেপ্র পাগলামি’ ছবিতে। আবারও দুজন একসঙ্গে অভিনয় করছেন ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে। বাংলা চলচ্চিত্রের নবাগত অভিনেত্রী আঁচলের মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো হচ্ছে, ‘কিস্তিমাত’ ও ‘মন জুড়ে তুই’। ছবিগুলোতে আঁচলের নায়ক হিসেবে আছেন যথাক্রমে আরেফিন শুভ ও ইমন।