Posts

Showing posts with the label Arbaj Khan

সালমানকে হটিয়ে ‘চুলবুল পান্ডে’ হলেন আরবাজ?

Image
MEn || চুলবুল পান্ডে আছে, অথচ সালমান খান নেই? ভারতে এ কথা হয়তো কেউ ভাবতেও পারেন না৷ কিন্তু ভেবেছেন একজন৷ তিনি আরবাজ খান। ‘দাবাং’-এর প্রযোজক। সালমানকে হটিয়ে তিনি নিজেই হয়েছেন চুলবুল পান্ডে। ‘দাবাং-৩’-এ কি তা হলে সালমান খান থাকছেন না? এমনিতেই সালমানের ‘হিট অ্যান্ড রান কেস’ নিয়ে দাবাং-৩ নিয়ে জটিলতা খানিকটা তৈরিই হয়েছিল। তবে তাতে আশঙ্কার কিছু নয়। আরবাজ চুলবুল হয়েছেন বটে, তবে ডাবস্ম্যাশ ভিডিওতে। ‘দাবাং-৩’-এর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।  নতুন এই ভিডিওর মোহে ওখল বলি তারকারা। সোনাক্ষি থেকে সলমন সকলেই এই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায়া পোস্ট করেছেন। সেখানেই আরবাজ সাজলেন চুলবুল পান্ডে৷ ভাই সালমানের ডায়লগেই অ্যাক্টিং করতে দেখা গেল তাঁকে। মজা করেই ‘চুলবুল’ হলেন পর্দার ‘মক্ষী’।