Posts

Showing posts with the label dipika Padukon

দীপিকার নতুন লুক

Image
দীপিকার নতুন লুক ইনফো ডেস্ক : 'ফাইন্ডিং ফ্যানি’ সিনেমায় অভিনেতা অর্জুন কাপুরের নতুন লুক ইতিমধ্যেই তিনি নিজের টুইটারে প্রকাশ করে দিয়েছেন। হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে দীপিকা পাডুকোনকে কেমন লাগবে? মজাদার এই সিনেমায় বলিউডের গ্ল্যামার গালের্র প্রথম লুক এবার প্রকাশ করা হল। পরিচালক হোমি আদাজানিয়া এবং অভিনেত্রী দীপিকা পাডুকোন দুজনেই নিজেদের টুইটারের অ্যাকাউন্টের মাধ্যমে এই ছবি প্রকাশ করেছেন। ছবিটিতে ‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত দীপিকা পাডুকোন ও ‘গুন্ডে’ খ্যাত অর্জুন কাপুর ছাড়াও অভিনয় করবেন বলিউডের তিনজন নামি এবং দক্ষ অভিনেতা। তাঁরা হলেন নাসিরুদ্দিন শাহ, ডিম্পল কাপাডিয়া ও পঙ্কজ কাপুর । ছবিটির অফিসিয়াল ট্রেলার মুক্তি পাবে আগামী ৯ জুলাই মুক্তি পাবে। সিনেমাটি আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে।