Posts

Showing posts with the label Rittik Rowshan

ঋত্বিককে যে অনুপ্রাণিত করেছেন

Image
 CEn || বলিউড অভিনেতা ঋত্বিক রোশন তার অভিনয়জীবনে নানা সময়ে টানাপোড়েনের মুখে পড়েছেন। তবে তিনি সব সময় তার বাবা রাকেশ রোশনকে দেখে অনুপ্রাণিত হয়েছেন বলে সম্প্রতি এক অনুষ্ঠানে জানান। বলিউড অভিনেতা ঋত্বিক রোশনের বাবা রাকেশ রোশনও তার জীবনে অনেক বাধার সম্মুখীন হয়েছেন। তবে তিনি সফলতার সঙ্গেই সে সব বাধা অতিক্রম করে সাফল্যের মুখ দেখেছেন। আর এসব কিছুকেই ঋত্বিক নিয়েছেন এক ধরনের অনুপ্রেরণা হিসেবে। ৪১ বছর বয়সী ঋত্বিক গত দু’বছরে পারিবারিক অনেক ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছেন। ঋত্বিক তার বাবাকে অসাধারণ এক মানুষ বলেও অভিহিত করেন। ঋত্বিক আরো জানান, ঋত্বিকের মৃত্যু পর্যন্ত তার বাবার পুরোটা জীবন তাকে উৎসাহ জোগাবে। যখন কোনো আশা ছিলো না তখনও তার বাবা অক্লান্ত পরিশ্রম করেছেন, বাবার জীবনের পুরোটাই তাই তার কাছে অসাধারণ।