Posts

Showing posts with the label Mahfuj Ahmed

নাটক থেকে সরে যাচ্ছেন মাহফুজ

Image
নাটক থেকে সরে যাচ্ছেন মাহফুজ ইনফো ডেস্ক ॥ অভিমানে নাটক থেকে দূরে সরে যাচ্ছেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। সম্প্রতি তার কণ্ঠ শোনা গেল, এমনই অজানা অভিমানের সুর। মাহফুজ বলেন, এবার ঈদে ইচ্ছে করেই কোন কাজ করিনি। এমন একটা সময় জীবনে আসতেও পারে, যখন আমাকে আর কেউ ডাকবে না। সেই বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। তিনি আরও বলেন, আমি একটা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। আর তা হলো, আমার প্রতি দর্শকের আগ্রহ থাকতেই অভিনয় ছেড়ে দেব। মাহফুজ বলেন, অনিমেষ আইচের পরিচালনায় আমার নতুন ছবি ‘জিরো ডিগ্রি’র সব কাজ এরই মধ্যে শেষ। আগামী সপ্তাহে জমা দেয়া হবে বলে শুনেছি। সেন্সর সার্টিফিকেট পাওয়ার পরই মূলত চূড়ান্তভাবে ছবি মুক্তির সময় ঠিক করা হবে। তবে প্রাথমিকভাবে শুনেছি, এটি ডিসেম্বরে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।