Posts

Showing posts with the label আজিজুল হাকিম

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

Image
ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন  ইনফো ডেস্ক : আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা কিংবা শারমীন জোহা শশী আলাদাভাবে একসঙ্গে কাজ করেছেন। তবে এবারই প্রথম তারা তিনজন অর্থাৎ আজিজুল হাকিম, গোলাম ফরিদা ছন্দা এবং শারমীন জোহা শশী একই নাটকে একসঙ্গে অভিনয় করেছেন। মামুন রশিদের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় খন্ড নাটক ‘ভালোবাসাই যথেষ্ট নয়’ নাটকে তারা তিনজন একসঙ্গে অভিনয় করেছেন। নাটকের গল্পে দেখা যাবে আজিজুল হাকিম ও গোলাম ফরিদা ছন্দা স্বামী স্ত্রীর চরিত্রে এবং তাদের একমাত্র সন্তানের চরিত্রে অভিনয় করেছেন শশী। এরইমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘যতদূর জানি এটা মামুন রশিদের প্রথম নাটক। নাটকের গল্পটাই আসলে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। সেইসাথে সহশিল্পী হিসেবে ছন্দা এবং শশীকে পেয়েও ভীষণ ভালোলেগেছে। ছন্দা এমনই একজন গুণী শিল্পী যিনি চরিত্রকে বিশ্বস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে। আমাদের নাট্যাঙ্গনে তারমতো গুণী অভিনয়শিল্পীর সত্যিই সংকট আছে। অন্যদিকে ন্যাচারাল এ্যাক্টিং-এর ক্ষেত্রে শশী অনন্য একজন।’ গোলাম ফরিদা ছন্দ...