Posts

Showing posts with the label Punom Pandey

এবার ভক্তরা হতাশ হবেন না: পুনম

Image
এবার ভক্তরা হতাশ হবেন না: পুনম ইনফো ডেস্ক ॥ প্রথম সিনেমা ভক্তদের মন ভরতে না পাড়লেও এবার আর তারা হতাশ হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বলিউডের হটগার্ল কাম অভিনেত্রী পুনম পা-ে। বলেছেন, এবার আমি যে সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছি তা ভক্তদের মন জয় করতে পারবে। বলিউডের এ খোলামেলা মডেল পুনম পান্ডের প্রথম ছবি ‘নেশা’ সম্প্রতি মুক্তি পায়। মুক্তির পরেই ছবিটি বক্স অফিসে ফপ করে। তারপরেও বিতকের্র প্রিয়পাত্রী পুনম পান্ডের পিছু নেয় একগাদা প্রযোজক। কিন্তু একছটা চিত্রনাট্যও পন্দ হচ্ছিল না তার। অবশেষে মনঃপুত হলো একটা গল্প। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্কসের প্রথম ও পুনমের দ্বিতীয় ছবিতে তাকে কেমন দেখাবে, সেটা জানার আগ্রহ কার নেই! তবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মুখ খুলতে রাজী হননি পুনম। এটুকু বলেছেন, এবার আর ভক্তরা হতাশ হবেন না একটুও। কারণ এর আগে নাকি সঠিক মার্কেটিংয়ের অভাবে মার খেয়েছিল ‘নেশা’। তা ছাড়া, অগণিত চিত্রনাট্য ফিরিয়ে দেওয়ার পর কোন গল্পটা পছন্দ হয়ে গেল পুনমের তাও তো দেখার বিষয়!