এবারের কান উৎসবে সেরা ‘ধীপান’

MEn || প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয় কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ১৯৪৬ সাল থেকে প্রতিবছর এই উৎসব পালিত হয়ে আসছে। পৃথিবীর অন্যতম প্রাচীন এবং প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান। গত ১৩ মে এ উৎসবের ৬৮তম আসরের পর্দা উন্মোচন করা হয়। এবং ২৪ মে উৎসবে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এবারের কান চলচ্চিত্র উৎসবের বিজয়ীদের নাম নিচে দেওয়া হলো : ফিচার ফিল্ম : পাম ডি’অর : ধীপান, জাক অদিয়ার গ্রাঁ প্রি : লাজলো নেমেস, সন অব সাউল শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার : হউ সি সায়েন, দ্য অ্যাসেসিন শ্রেষ্ঠ চিত্রনাট্য পুরস্কার : মাইকেল ফ্রাঙ্কো, ক্রনিক শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার : ভিনসেন্ট লন্ডন, লা লই দো মারশে শ্রেষ্ঠ অভিনেতা : রুনি মারা (ক্যারল), ইমানুয়েল বারকো (মন রোই) ক্যামেরা ডি’অর : লা টিয়েরা ওয়াই লা সমব্রা, সিজার অগাস্টো আসেভেদো পাম ডি’অর সম্মাননা পুরস্কার : আগনেস ভার্দা জুরি পুরস্কার : ইয়োরগোস লানথিমোস, দ্য লবস্টার পালমে ডি’অর (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) : ওয়েভস ’৯৮