Posts

Showing posts with the label অভিনয়ে নিয়মিত হচ্ছেন স্বাগতা

অভিনয়ে নিয়মিত হচ্ছেন স্বাগতা

Image
অভিনয়ে নিয়মিত হচ্ছেন স্বাগতা ইনফো ডেস্ক ॥ বিরতির পর অভিনয়ে নিয়মিত হচ্ছেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। বাবার মৃত্যুর পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন জনপ্রিয় এ নায়িকা। গত ১৭ই অক্টোবর পিতাকে হারিয়েছেন তিনি। শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি। তবুও বাস্তবতা মেনে নিয়ে নিয়মিত হয়েছেন অভিনয়ে। জানা গেছে, বেশ আগে দেয়া নাটকের শিডিউলগুলো কোনভাবেই আর পেছানো যাচ্ছিল না। তাই নতুন উদ্যমে কাজ শুরু করেছেন তিনি। এরই মধ্যে নতুন একটি খ-নাটকের শুটিং শুরু করেছেন স্বাগতা। তাসলিমা মুক্তার রচনা ও পরিচালনায় এর নাম ‘দাগ’। এ নাটক ছাড়াও প্রচার চলতি ধারাবাহিক ‘ধন্যি মেয়ে’, ‘সুখপাখি আগুন ডানা’-তে অভিনয় করছেন তিনি। পাশাপাশি আরিফ খানের ‘দলছুট প্রজাপতি’ ধারাবাহিকের কাজও করছেন স্বাগতা।