Posts

Showing posts with the label Prianka Chopra

আট কোটি দিয়ে যাত্রা শুরু মেরি কমের

Image
আট কোটি দিয়ে যাত্রা শুরু মেরি কমের ইনফো ডেস্ক ॥ মুক্তির প্রথম দিনেই আট কোটির ব্যবসা করে বক্স অফিস চ্যম্পিয়ন হল প্রিয়াঙ্কা অভিনীত মেরি কম। পাঁচবার বিশ্বচ্যম্পিয়ন বক্সার মেরি কমের জীবনীর চিত্রায়ন ওমাঙ্গ কুমারের ‘মেরি কম’। এই ছবিটি সম্পূর্ণ হিরোইন কেন্দ্রিক একটি ছবি। আর এই ছবিতে প্রিয়াঙ্কা তার দুর্দান্ত অভিনয় কৌশলের মাধ্যমে বড় পর্দায় ফুটিয়ে তুলেছে বাস্তব মেরি কমের চরিত্রকে। এই ছবি তাকে আরো একবার সুযোগ দিল নিজের অভিনয় দক্ষতাকে সকলের সামনে তুলে ধরতে। ৫ সেপ্টম্বর অর্থাৎ ছবি মুক্তির প্রথমদিন। সেই দিন সমগ্র দেশের প্রায় ১৮০০ টি হলে দর্শকের মুখোমুখি হয়েছে রুপোলি পর্দার মেরি কম। এমনকি টরেন্টো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালেও দোখানো হবে এই ছবি । ভারতীয় চলচিত্র জগতের ক্ষেত্রে এটি নিয়ে আসে এক অন্য মাত্রা। ‘মেরি কম’ ছবির প্রচারে সকলের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। মণিপুরের সাধারণ ঘরের মেয়ে মেরি কমের বাস্তব জীবনের ওপর আলোকপাত করা হয়েছে এই ছবিতে। ছবি তৈরির জন্য মোট খরচ হয়েছে প্রায় ১৫ থেকে ১৮ কোটি। মুকক্তির প্রথমদিনেই মেরি কমের ঝুলিতে ৮ কোটি আসলে সপ্তাহ শেষে সোমবারের মধ্যে ২৪ থেকে ২৮ কোটির আসা রাখ...

চোপড়া এবার সাইজ জিরো!

Image
চোপড়া এবার সাইজ জিরো!  ইনফো ডেস্ক : ইতিমধ্যেই রুপালি পর্দায় ভিন্ন ধারায় অভিনয় করে নজর কেড়েছেন হাসি-খুশি, মিষ্টি চেহারার পরিণীতি পিয়াংকা  চোপড়া । তবে বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এবার ‘হাসি তো ফাঁসি’ র অভিনেত্রী নাকি সাইজ জিরো হওয়ার জন্য উঠে-পড়ে লেগেছেন। এবং বেশ সফলও হয়েছেন। সম্প্রতি একটি পত্রিকার ফোটো শুটে তাঁকে দেখা গেছে ভীষণ আকর্ষণীয়। আসুন দেখি পরিনীতির নিউ লুকের এক ঝাঁক ছবি। বি টাউনে গুঞ্জন চলছে আবার বলিউডি অভিনেত্রীদের জিরো ফিগার হওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেছে। এই কয়েক দিন আগে জানা গেছে অভিনেত্রী সোনম কাপুর সালমান খানের আগামী ছবিতে অভিনয়ের জন্য আট কেজি ওজন কমিয়ে ফেলেছেন। এবার পালা পরিণীতি চোপড়ার, শোনা যাচ্ছে জি টিভির একটি নতুন রিয়েলিটি অনুষ্ঠানে তাঁর নতুন লুক ও ফিগারে সবাইকে চমকে দিয়েছেন ‘ইসকজাদে’র নায়িকা। তবে পরিণীতি নাকি তাঁর ফিগারে খুব একটা খুশি নন তিনি আরো ওজন ঝরিয়ে ফেলতে চান। অর্থাৎ এই বাবলি গার্ল করিনা কাপুরের ‘জিরো’ ফিগারের দিকে লক্ষ্য রেখে এগোচ্ছেন। সম্প্রতি একটি পার্টিতে নিজের নিউ লুক দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

একই পণ্যের বিজ্ঞাপনে দু’তারকা

Image
একই পণ্যের বিজ্ঞাপনে দু’তারকা http://my1info.blogspot.com/  ইনফো ডেস্ক : সমকালীন দুই অভিনেত্রী এক ফ্রেমে একই পণ্যের মডেল হচ্ছেন। তারা হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও সোনাক্ষী সিনহা। প্যান্টিনের নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করবেন তারা। যদিও সময় ফাঁকা না থাকায় দু’জনের কাজ হবে ভিন্ন ভিন্ন দিনে। সোনাক্ষীর মুখপাত্র জানান, একই বিজ্ঞাপন চিত্রে মডেল হলেও একসঙ্গে কাজ করবেন না তারা। ব্যস্ত সময়সূচির কারণেই এমন হচ্ছে। প্রিয়াঙ্কা এখন মেরি কমের জীবনীনিভর্র ছবি এবং জোয়া আখতারের ‘দিল ধাড়কানে দো’ ছবিতে অভিনয় করছেন। অন্যদিকে সোনাক্ষী ব্যস্ত ‘অ্যাকশন জ্যাকসন’ এবং ‘তেভার’ ছবির কাজ নিয়ে।