চোপড়া এবার সাইজ জিরো!

চোপড়া এবার সাইজ জিরো! 

ইনফো ডেস্ক : ইতিমধ্যেই রুপালি পর্দায় ভিন্ন ধারায় অভিনয় করে নজর কেড়েছেন হাসি-খুশি, মিষ্টি চেহারার পরিণীতি পিয়াংকা  চোপড়া । তবে বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এবার ‘হাসি তো ফাঁসি’ র অভিনেত্রী নাকি সাইজ জিরো হওয়ার জন্য উঠে-পড়ে লেগেছেন। এবং বেশ সফলও হয়েছেন। সম্প্রতি একটি পত্রিকার ফোটো শুটে তাঁকে দেখা গেছে ভীষণ আকর্ষণীয়। আসুন দেখি পরিনীতির নিউ লুকের এক ঝাঁক ছবি।
বি টাউনে গুঞ্জন চলছে আবার বলিউডি অভিনেত্রীদের জিরো ফিগার হওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেছে। এই কয়েক দিন আগে জানা গেছে অভিনেত্রী সোনম কাপুর সালমান খানের আগামী ছবিতে অভিনয়ের জন্য আট কেজি ওজন কমিয়ে ফেলেছেন।
এবার পালা পরিণীতি চোপড়ার, শোনা যাচ্ছে জি টিভির একটি নতুন রিয়েলিটি অনুষ্ঠানে তাঁর নতুন লুক ও ফিগারে সবাইকে চমকে দিয়েছেন ‘ইসকজাদে’র নায়িকা।
তবে পরিণীতি নাকি তাঁর ফিগারে খুব একটা খুশি নন তিনি আরো ওজন ঝরিয়ে ফেলতে চান।
অর্থাৎ এই বাবলি গার্ল করিনা কাপুরের ‘জিরো’ ফিগারের দিকে লক্ষ্য রেখে এগোচ্ছেন।
সম্প্রতি একটি পার্টিতে নিজের নিউ লুক দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি