Posts

Showing posts with the label ২৪ অক্টোবর পিঁপড়া বিদ্যা

২৪ অক্টোবর পিঁপড়া বিদ্যা

Image
২৪ অক্টোবর পিঁপড়া বিদ্যা  ইনফো ডেস্ক :মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘পিঁপড়াবিদ্যা’র মুক্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে ছবিটি। এ উপলক্ষে পরিচালক ফারুকী ছবি মুক্তির প্রচারণামূলক কার্যক্রম সাজাচ্ছেন। তার অন্যান্য ছবির মতো এবারো প্রচারণার কৌশলে অনেক নতুনত্ব থাকবে।  এর মধ্যে প্রথম ধাপে ছবিটির প্রধান অভিনেতা নবাগত নূর ইমরান মিঠুর পরিচিতিমূলক মজার ভিডিও ‘হিরো হইতে কি লাগে’ চলতি মাসে চ্যানেল আইতে এবং অনলাইনে ছাড়া হবে। পরের ধাপে ছবিতে ব্যবহৃত একমাত্র গান চিরকুটের ‘লেজে রাখা পা’র ভিডিওচিত্র প্রকাশিত হবে। এরকম পাঁচটি ধাপে পাঁচরকমের প্রচারণামূলক উপাদান অনলাইনে এবং চ্যানেল আইতে প্রচার হবে। পাশাপাশি প্রতিবারের মতো এবারো প্রধান জেলা শহর এবং নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোয় ছবির পরিচালক ও শিল্পীরা গিয়ে প্রচারণা চালাবেন।’পিঁপড়াবিদ্যা’ ছবিটি দুবাই চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে প্রিমিয়ার হওয়ার পর এ পর্যন্ত সাংহাই গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড, মোহর এশিয়া-আফ্রিকা অ্যাওয়ার্ড, ডালাস এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে। ছবি...