Posts

Showing posts with the label Fast & Furious

ওয়াকারহীন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের শুটিং শেষ

Image
ওয়াকারহীন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের শুটিং শেষ টেকনো ডেস্ক : ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির শুটিং চলাকালে গত বছরের ৩০ নভেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন অভিনেতা পল ওয়াকার। তাঁর আকস্মিক মৃত্যুতে ছবিটির কাজ অনিশ্চিত হয়ে পড়ে। পরে অবশ্য যেকোনো উপায়ে ছবির কাজ শেষ করার ঘোষণা দেন এর নির্মাতা জেমস ওয়ান। অবশেষে সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। এ বছরের জুলাই মাসে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ মুক্তি পাওয়ার কথা থাকলেও, নতুন তারিখ অনুযায়ী ছবিটি মুক্তি পাবে আগামী বছরের ৩ এপ্রিল। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির শুটিং শেষ হওয়ার কথা জানিয়ে এর অফিশিয়াল ফেসবুক পাতায় লেখা হয়েছে, ‘আমরা পেরেছি।’‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’’ ছবির শুটিং শেষ হয়েছে। এ মুহূর্তটির জন্য অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম আমরা।’ দর্শকদের উদ্দেশ করে আরও লেখা হয়েছে, ‘অবশেষে আপনাদের এই খুশির খবর দিতে পেরে আমরা আনন্দিত। সহযোগিতার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির বেশির ভাগ অংশের শুটিং শেষ করলেও পুরোপুরি শুটিং শেষ না করেই না-ফেরার দেশে চলে যান ব্রায়ান ও’কনার চরিত্রে রূপদানকারী পল ওয়াকার। তাঁর মৃত্য...