Posts

Showing posts with the label Bangla Cinema

শুরু হলো ‘অজ্ঞাতনামা’র শুটিং

Image
MEn || ২৬ মে থেকে রাজবাড়ি জেলার পাংশায় শুটিং শুরু হয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ ছবির শ্যুটিং। এ দিন শুটিংয়ে অংশ নেন মোশাররফ করিম ও নিপুণ। ৪ জুন পর্যন্ত পাংশাতেই চলবে এর শুটিং। এরপর শুরু হবে রাজবাড়ির গোয়ালন্দে। অপরাধ জগতের গল্প নিয়ে নির্মিত এ চলচ্চিত্রে ফরহাদ নামের একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম আর বিউটি চরিত্রে অভিনয় করেছেন নিপুণ। উল্লেখ্যেএটি তৌকির আহমেদ পরিচালিত চতুর্থতম চলচ্চিত্র। এর আগে তিনি নির্মাণ করেন ‘দারুচিনি দ্বীপ’, ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’।

শুভ-মৌটুসীর ‘যৌথ সুর’

Image
MEn || আজ সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটক ‘যৌথ সুর’। সায়মন জাকারিয়ার রচনায় এটি পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও মৌটুসী। এতে দেখা যাবে, দাম্পত্য জীবনে স্ত্রী শিউলির সাথে স্বামী কবিরের স্বাভাবিক সর্ম্পক হলেও কবিরের ব্যাক্তিগত কিছু ভালোলাগার জায়গা দিনে দিনে ঈর্ষনীয় হয়ে ওঠে শিউলির কাছে। যেমন- ভিখারীর সাথে সম্পর্ক, চায়ের দোকানীর সাথে সম্পর্ক, ফুল বিক্রেতার সাথে সম্পর্ক। এইসব সম্পর্কের সাথে কবিরের একটা প্রিয় বিড়াল ও বুকশেলফ ভর্তি বইও আছে। এসবের প্রতি ভালোবাসার কারনেই স্ত্রী মনে করে কবির বোধ হয় তাকে ভালোবাসে না। একদিন কবিরের আড়ালে তার প্রিয় সব জিনিস ছুঁড়ে ফেলে দেয় শিউলী। ঠিক একইভাবে কবিরও একদিন স্ত্রীর প্রিয় একটি গহনা লুকিয়ে ফেলে- এমন গল্প নিয়ে এগিয়ে যায় নাটকটি।

চলচ্চিত্র নায়ক মিঠুন আর নেই

Image
MEn || বাংলাদেশের প্রখ্যাত চিত্রনায়ক আবুল কাসেম মিঠুন আর নেই। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ২টায় মারা গেছেন। ইন্না লিল্লাহিৃরাজিউন। শেখ মিঠুনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বন্ধু তরুণ কবি আফসার নিজাম। তিনি জানান, কলকাতার কুটরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিঠুন মারা গেছেন। মৃত্যুকালে শেখ মিঠুন স্ত্রী, মেয়ে, মা ও ভাইসহ অসংখ্য ভক্ত-গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার দরগাপুর গ্রামে। রাজধানী ঢাকার আদাবরে পরিবারসহ ভাড়া থাকতেন মিঠুন। কবি আফসার জানান, শেখ আবুল কাশেম মিঠুন কিছুদিন যাবৎ কিডনি ও হৃদরোগে ভুগছিলেন। গত ১১ মে অসুস্থ মা হাফেজা খাতুনকে দেখতে তিনি খুলনায় যান। পর দিন থেকে অসুস্থ হয়ে

এক ঢিলে দুই পাখি মারলেন পরীমনি

Image
MEn || এক ঢিলে দুই পাখি মারতে ওস্তাদ চিত্রতারকারা, তার প্রমাণ দিলেন পরীমণি। শনিবার সন্ধ্যায় আইপিএল এর খেলা দেখার উদ্দেশ্যে ভারতে পাড়ি জমিয়েছেন পরীমণি। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, খেলার পাশাপাশি একটি বিজ্ঞাপন চিত্রের শুটিংয়েও অংশ নিবেন এই নায়িকা। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর বের হয়, স্যান্ডালিনা সাবানের বিজ্ঞাপনে মডেল হিসেবে হাজির হচ্ছেন পরীমণি। জয় আহসানের জায়গায়, এই নায়িকাকে দেখা যাওয়ার কথা। সংবাদে এও দাবি করা হয় যে, চলতি মাসের শেষ সপ্তাহে বিজ্ঞাপনটির শুটিং এ

জাজের ‘তালাশ-দি ক্রাইসিস’-এ বিপাশা

Image
MEn || মাহিয়া মাহির পরিবর্তে এবার জাজ টেনে নিচ্ছেন আইটেম গার্ল বিপাশা কবীরকে। সম্প্রতি জাজ তাদের নতুন চলচ্চিত্র ‘তালাশ-দি ক্রাইসিস’-এ নায়িকা চরিত্রে নিচ্ছেন এই আইটেম গার্লকে। জাজ’র কর্ণধার আবদুল আজিজ বিপাশার জন্মদিনে ‘উপহার’ হিসেবে ‘তালাশ-দি ক্রাইসিস’ নামের সিনেমায় অভিনয় করার প্রস্তাব দেন।  এটি পরিচালনা করবেন ‘দেশা’ খ্যাত নির্মাতা সৈকত নাসির। আব্দুল আজিজ জানান, বিপাশা কবীর সময়ের প্রতিশ্রুতিশীল অভিনেত্রী। চলচ্চিত্রে তার বেশ দর্শক চাহিদা আছে। তা ছাড়া বিপাশা তার বোনের মতো। তারা একে অপরের সুখ-দঃখের সাথী। জাজের নতুন সিনেমায় বিপাশাকে পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে দেখতে পাবেন দর্শক। সৈকত নাসির জানান, ‘তালাশ-দি ক্রাইসিস’ সিনেমার শুটিং শুরু হবে এ মাসেই। চলচ্চিত্রটিতে নায়িকা হিসেবে বিপাশাকে চূড়ান্ত করা হয়েছে। নায়ক ও অন্যান্য ভূমিকায় কারা অভিনয় করবেন তা অচিরেই জানানো হবে। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে আসেন বিপাশা। কয়েকটি আইটেম গানে নেচেছেন তিনি। বিপাশা প্রথমবার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন সায়মন তারিকের পরিচালনায় ‘গুন্ডামি’ সিনেমায়। এতে তার সহশিল্পী শাহরিয়াজ। ...

মৌসুমীর চমক

Image
MEn ||  নতুন চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি হামিদ। কারণ আগামি আগস্ট মাসেই তার নতুন দুটি ছবি মুক্তির আলো দেখবে। এ সিনেমাদুটিতে মৌসুমীকে দর্শকরা নতুন রুপো আবিষ্কার করবে। ছবি দুটি হচ্ছে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ এবং অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’। আগস্টের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে এ তারকার দুই ছবি। সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ এরইমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে। ২৯ মে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছে ছিল প্রযোজনা প্রতিষ্ঠানের। কিন্তু সিদ্ধান্ত বদলানো হয়েছে। ৭ আগস্ট মুক্তি পাচ্ছে এ ছবিটি। এ ছবিতে মৌসুমি হামিদের পাশাপাশি অভিনয় করেছেন সায়মন সাদিক, কেয়া, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেহানা জলি, রেবেকা, আফজাল শরীফ এবং চিত্রনায়ক রুবেল। অন্যদিকে, ‘ব্ল্যাকমেইল’ ছবিরও কাজ শেষ করেছেন মৌসুমী। আগামি ১৪ আগস্ট ছবিটির মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। ১০ মার্চ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ছবিটি।ছবিতে মৌসুমি হামিদ ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি, মিশা সওদাগরসহ অনেকে। এই দুটি ছবি নিয়ে মৌসুমি হামিদ বলেন, দুই ছবিতে দুই ধরনের চম...

শাকিব খান চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

Image
 MEn || দেশের কিং খান ঈদের আগে এসে অসুস্থ হয়ে গেলেন। এ খবরে বেশকিছু প্রযোজক ও পরিচালক চিন্তায় মাথায় হাত। কারণ ঈদের কাজ শেষ করার আগেই সপ্তাহ দুয়েক ধরে শারীরিকভাবে অনেক অসুস্থ হন শাকিব খান। তবুও অসুস্থতা নিয়ে টানা শুটিং করে যাচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নিজের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হচ্ছে তাকে। জানা যায়, ১৯ মে ‘লাভ ম্যারেজ’ ছবির ডাবিং করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন শাকিব। সাথে সাথে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. সলিমুর রহমানের তত্ত¡াবধানে চিকিৎসা শেষে তাকে বাসা নিয়ে যাওয়া হয়। শাকিব খান যাবার আগে বলেন, ডাক্তারের পরামর্শে শাকিব সিঙ্গাপুর

আজ মুক্তি পাচ্ছে সুমন-প্রসূনের ‘অচেনা হৃদয়’

Image
MEn ||  দুপুর গড়িয়ে বিকাল,অফিসে চলছে অতিথিদের আড্ডা। নির্মাতা এস আই খান, নবাগত নায়ক এবিএম সুমন এবং নায়িকা প্রসূন আজাদ- ‘অচেনা হৃদয়’ ছবির ত্রয়ীর আড্ডায় প্রসঙ্গ পাল্টে যায় ÿণে ÿণে। কারণ শুধু কাজ নয়, কাজের বাইরের আদান প্রদানে সম্পর্কটা আর পেশাগত নেই- বদলে গেছে সহজ বন্ধুত্বে। আজ মুক্তি পাচ্ছে ‘অচেনা হৃদয়’। নির্মাতা এস আই খান পরিচালনায় অভিষেক করলেন ছবিটির মাধ্যমে। নায়ক এবিএম সুমন প্রথমবারের মতো আসছেন দর্শকের সামনে। আর প্রসূন আজাদের মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘সর্বনাশা ইয়াবা’ হলেও প্রথম চুক্তিবদ্ধ ছবি ‘অচেনা হৃদয়’। দর্শক ‘অচেনা হৃদয়’ ছবিটি দেখতে কেন সিনেমা হলে যাবে? প্রশ্নের সঙ্গে সঙ্গেই উত্তর দিতে উন্মুখ তিনজনই। কিন্তু লেডিস ফার্স্ট- তাই

শুভকে নিয়ে সোহানের ‘জেদী’

Image
MEn || নির্ভরশীল পরিচালক সোহানুর রহমান সোহান এবার আরেফিন শুভকে নিয়ে নির্মাণ করছেন ‘জেদী’। গত সোমবার গুলশান লেডিস পার্কে মহরতের মাধ্যমে শুটিং শুরু করেছেন

জায়েদ খান ১০০, বাপ্পি চৌধুরী ১০০!

Image
জায়েদ খান ১০০, বাপ্পি চৌধুরী ১০০!   ইনফো ডেস্ক : মাঠের ক্রিকেট যেন পেয়ে বসেছে ঢালিউডকেও। এখন কোন পরিচলকই আর ১০০’র কম সিনেমা হলে তাদের সিনেমা মুক্তি দাতে চাইছেন না। তারই ধারাবাহিকতায় এবার ১০০’র কোঠা পাড়ি দিতে যাচ্ছেন জনপ্রিয় নায়ক জায়েদ খান ও বাপ্পি চৌধুরী। জানা গেছে, আগামী মাসেই মুক্তি পাবে জায়েদ খান ও বাপ্পি চৌধুরীর দুটি সিনেমা। এর মধ্যে বাপ্পির ‘অনেক সাধের ময়না’ ছবিটি মুক্তি পাবে ৭ নভেম্বর। আর জায়েদের ‘প্রেম করবো তোমার সাথে’ মুক্তি পাবে ১৪ নভেম্বর। আর এ দুটি সিনেমাই মুক্তি পাবে ১০০ সিনেমা হলে। মুক্তির সময় যত ঘনিয়ে আসছে, ততই দর্শক, হলমালিক ও বুকিং এজেন্টদের পাশাপাশি মিডিয়াতেও আগ্রহ বাড়ছে ‘অনেক সাধের ময়না’ ছবিটি নিয়ে। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। শুধু তাই নয়, ছবিটি নিয়ে বুকিং এজেন্টদের মধ্যেও বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানায়, ইতিমধ্যে ৫০টি সিনেমা হলে ছবিটি প্রদর্শনের জন্য চূড়ান্ত কথাবার্তা হয়েছে। আরও কিছু সিনেমা হলের মালিকদের সঙ্গে কথা চলছে। সব মিলিয়ে প্রায় ১০০টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হবে এ ছবিটি। অন্যদিকে, ত্রিভুজ প্রে...

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

Image
দেবের সাথে কাজ করবেন মিষ্টি ইনফো ডেস্ক ॥ ঢালিউডের নবাগত মিষ্টির প্রথম ছবি ‘লাভ স্টেশন’ মুক্তি পেয়েছে গত ৫ সেপ্টেম্বর। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। গত রবিবার এ নায়িকা জানিয়েছেন, এবার নাকি তিনি কলকাতার নায়ক দেবের সঙ্গেও অভিনয় করতে যাচ্ছেন! তিনি জানান, ঢাকা এবং কলকাতার যৌথ প্রযোজনায় ছবিটির বাংলাদেশের অংশটি পরিচালনা করবেন সজল আহমেদ। মিষ্টি বলেন, ছবিটি নিয়ে অনেকদিন ধরেই কথা চলছে। কয়েকদিন আগে মৌখিকভাবে সব চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি বাকি। খুব শিগগিরই আমি আর পরিচালক সজল আহমেদ কলকাতা যাব। সেখানেই সাইন হবে। তিনি আরও বলেন, আমি সত্যিই আনন্দিত। চেষ্টা করব নিজেকে আরও ভালোভাবে মেলে ধরতে। ছবিটির শ্যুটিং আগামী নভেম্বর মাসে শুরু হতে পারে বলে জানিয়েছেন মিষ্টি। কলকাতা থেকে প্রযোজক রমেশ দাশগুপ্ত ছবিটি প্রযোজনা করলেও এখনও সেখানকার পরিচালক ঠিক হয়নি। এ বিষয়ে পরিচালক সজল  বলেন, ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে দেবের সঙ্গে আমার মৌখিক কথা হয়েছে। তিনিও আগ্রহ প্রকাশ করেছেন। আর ছবিটি নিয়ে একদিকে যেমন আমি আনন্দিত অন্যদিকে কিছুটা শঙ্কিতও। কারণ যৌথ প্রযোজনার ছবি নিয়ে বাংলাদেশে...

শুভর মাথায় পিস্তল ধরলেন মাহি!

Image
শুভর মাথায় পিস্তল ধরলেন মাহি!  ইনফো ডেস্ক :‘অগ্নি’ সিনেমা খ্যাত নায়িকা মাহিয়া মাহি এবার মাথায় পিস্তল ধরলেন তাঁরই আরেক সহকর্মী আলোচিত চিত্রনায়ক আরেফিন শুভর মাথায়! মাহি ও শুভর এই দৃশ্যটি দেখা যাবে ‘পূর্ণ দৈঘ্য প্রেম কাহিনী’ খ্যাত পরিচালক সাফিউদ্দিন সাফির ‘ওয়ার্নিং’ সিনেমায়।’ওয়ার্নিং’ সিনেমার মাধ্যমে মাহি দ্বিতীয়বারের মতো টিভি রিপোর্টারের চরিত্রে অভিনয় করছেন। এর আগে সৈকত নাসিরের ‘দেশা-দ্য লিডার’ সিনেমাতেও রিপোর্টারের ভূমিকায় অভিনয় করেছেন মাহি।’ওয়ার্নিং’ সিনেমার গল্পে দেখা যাবে একজন দুধর্র্ষ অপহরণকারী জিসান (আরেফিন শুভ) । অপরদিকে অপরাধী জিসানের পিছু নেয় অপরাধবিষয়ক সাংবাদিক তৃণা। আর এই তৃণা চরিত্রে রূপদান করছেন এ সময়ের আলোচিত চিত্র নায়িকা মাহিয়া মাহি।’ওয়ার্নিং’ ছবিটি প্রসঙ্গে সাফি জানালেন, ছবিতে দুধর্র্ষ সব অ্যাকশন দৃশ্যের পাশাপাশি তৃণা ও জিসানের প্রেমকাহিনি দর্শকের বিনোদনের খোরাক যোগাবে। পাশাপাশি ক্লাইমেক্স সিকোয়েন্সেও দর্শকের জন্য চমক থাকছে। শুভ ও মাহি ছাড়াও সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর ও রুবেল।’ওয়ার্নিং’ সিনেমায় ৬টি গান থাকছে। সবগুলো গানের সংগীতায়োজন করছ...

নতুন পরী মৌটুসী ...

Image
নতুন পরী মৌটুসী ...  ইনফো ডেস্ক :দেশীয় চলচ্চিত্রে ‘পরী’ নামটি দুটি চলচ্চিত্রে বিশেষভাবে আলোচিত হয়েছে। একটি গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’তে অন্যটি জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবিতে।’মনপুরা’তে পরী ছিলেন ফারহানা মিলি অন্যদিকে ‘পোড়ামন'এ পরী ছিলেন মাহিয়া মাহি। তবে এবার বড় পর্দায় নয় ছোটপর্দায় দেখা যাবে নতুন পরীকে। নতুন পরী চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। ফেরারী ফরহাদের রচনায় ও রাশেদ রাহার নির্দেশনায় মৌটুসী অভিনয় করেছেন ‘তেতুল তলার পরী’ নাটকে অভিনয় করেছেন মৌটুসী। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গত সপ্তাহে আসছে ঈদের জন্য নির্মিত এ নাটকের কাজ শেষ করেছেন মৌটুসী বিশ্বাস। নাটকের মূল গল্প রচিত হয়েছে মৌটুসীকে ঘিরে। কেমন লাগলো নতুন নাটকটিতে কাজ করতে? জবাবে মৌটুসী বলেন, ‘গল্পটা সত্যিই অসাধারণ ছিলো। তা না হলে এতো কষ্ট সহ্য করে পরপর দু'দিন গাজীপুরের হোতাপাড়ায় গিয়ে শুটিং করা আমার পক্ষে কোনরকমভাবেই সম্ভব ছিলোনা। আমি ভীষণ এনজয় করেছি পরী চরিত্রটিতে অভিনয় করতে। এর আগে নানানমাত্রিক চরিত্রে নিজেকে মেলে ধরার চেষ্টা করেছি। তবে পরী চরিত্রটি আমার ক্যারিয়াওে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আমি বিশ্ব...

আইটেম গানে আঁচল

Image
আইটেম গানে আঁচল ইনফো ডেস্ক :'গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবির দৃশ্যে বাপ্পি-আঁচল'গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে আইটেম গার্ল হিসেবে নাচলেন নবাগত নায়িকা আঁচল। সম্প্রতি এফডিসির চার নম্বর ফ্লোরে গানটির শুটিংয়ে অংশ নেন তিনি।’গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিটি পরিচালনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান। আইটেম গানে অংশ নেওয়ার প্রসঙ্গে আঁচল বলেন, ‘আমাকে এর আগে কখনো আইটেম গানে পারফর্ম করতে দেখা যায়নি। এবারই প্রথম এ ধরনের গানে পারফর্ম করলাম। গল্পের প্রয়োজনে কাজটি করতে হলো। অনুভূতি অন্য রকম। আশা করছি দর্শকেরা ভিন্নতা পাবে।’ ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে মূল নায়িকা হিসেবে কিন্তু অভিনয় করছেন আঁচল নিজেই। এতে আঁঁচলের সহশিল্পী বাপ্পি।   আঁচল ও বাপ্পি প্রথম জুটি হয়ে অভিনয় করেন শাহীন সুমনের পরিচালনায় ‘জটিল প্রেম’ ছবিতে। এরপর দুজনে একসঙ্গে অভিনয় করেন ‘প্রেম পেপ্র পাগলামি’ ছবিতে। আবারও দুজন একসঙ্গে অভিনয় করছেন ‘গুন্ডা দ্য টেরোরিস্ট’ ছবিতে। বাংলা চলচ্চিত্রের নবাগত অভিনেত্রী আঁচলের মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলো হচ্ছে, ‘কিস্তিমাত’ ও ‘মন জুড়ে তুই’। ছবিগুলোতে আঁচলের নায়ক হিসেবে আছেন যথাক্রমে আরেফিন শুভ ও ইমন।

বাংলা ছবিতে আগ্রহী বিপাশা বসু

Image
বাংলা ছবিতে আগ্রহী বিপাশা বসু ইনফো ডেস্ক: আপাতত আগামী ছবি ক্রিয়েচার থ্রিডি ছবি নিয়ে ব্যস্ত থাকলেও বাংলা ছবির প্রতি টান ব্যক্ত করলেন বঙ্গতনয়া বিপাশা বসু। জানালেন, বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্ন ধারার ছবিতে অভিনয় করতে ইচ্ছুক তিনি। একইসঙ্গে জানিয়ে দিলেন বাংলা ছবিতে অভিনয়ের ক্ষেত্রেও আগ্রহী বিপাশা। ২০০৯ সালে ঋতুপর্ণ ঘোষের সব চরিত্র কাল্পনিক ছবিতে দেখা গিয়েছিল বিপাশাকে। বিপাশার কথায়, "আমি আরও বাংলা ছবিতে কাজ করতে চাই। আমার হাতে সময় আছে, এবং আমি এই বিষয়ে মনস্থির করেছি। আমি নতুন নতুন ধরণের চরিত্র অভিনয় করতে চাই। তাই বাণিজ্যিক ছবির পাশাপাশি অফবিট ছবি করার বিষয়েও আমি আগ্রহী। " আইএএনএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিপাশা। একইসঙ্গে বিপাশার কথায়, "যে ছবিতে বিনোদনের হরেক মশলা আছে সেই ধরণের ছবি করতে আমার ভাল লাগে, তাছাড়া যে সব ছবিতে আমার অভিনয়ের সুযোগ আছে সেই ধরণের ছবিও আমার অত্যন্ত প্রিয়। " সম্প্রতি বিক্রম ভটের ক্রিয়েচার থ্রিডি ছবির প্রচারেই ব্যস্ত তিনি। তবে এখনো পর্যন্ত কোনো বাংলা ছবির পরিচালক বা প্রযোজকের সঙ্গে কথা হয়েছে কি না সে বিষয়ে কিছু জানাননি বিপাশা। -ও...

আবারও ফেরদৌস-তানিয়ার উপস্থাপনায় ‘আনন্দ জলসা’

Image
আবারও ফেরদৌস-তানিয়ার উপস্থাপনায় ‘আনন্দ জলসা’ টেকনো ডেস্ক : আবারও একসঙ্গে উপস্থাপনা করলেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী  তানিয়া আহমেদ। এবারের ঈদে মাছরাঙা টেলিভিশনের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ জলসা’-তে উপস্থাপক জুটি হিসেবে দেখা যাবে তাদের। এর আগেও তারা একসঙ্গে দু’বার ‘আনন্দ জলসা’ উপস্থাপনা করেছিলেন। এবার উপস্থাপক জুটি হিসেবে হ্যাটট্রিক করলেন তারা। সম্প্রতি অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। কবির বকুলের গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনায় তারকাবহুল এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কনকচাঁপা, এসআই টুটুল ও কনা। থাকছে শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা ও নৃত্যাঞ্চলের নাচ। দ্বৈত নৃত্য পরিবেশন করেছেন নুসরাত ফারিয়া ও সোহাগ। এছাড়া হাস্যরসাত্মক বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন শর্মিলী আহমেদ, শহীদুল আলম সাচ্চু, তুষার খান, দেবাশীষ বিশ্বাস, মাজনুন মিজান, শামীম জামান, রুনা খানম, মৌটুসী বিশ্বাস, সুমন পাটোয়ারী, শশী, রনি, সজল, জামিল, লেমিস প্রমুখ। জমকালো এ অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টায়।

সেলিব্রেশন অফ লাভ

Image
সেলিব্রেশন অফ লাভ  টেকনো ডেস্ক : বাংলাদেশে এ সময়কার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহীর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়েছে বেশ কয়েকটি রহস্যজনক ছবি। ফেসবুকে ছবি প্রকাশের পর বাপ্পি চৌধুরীর সঙ্গে মাহিয়া মাহীর সম্পর্ক নিয়ে আরও গুজব নতুন মাত্রা পেল। যা নিয়ে ব্যাপক সমালোচনায় ভক্তরা। প্রকাশিত ঐ ছবিতে দেখা যায়, বাপ্পিকে নিয়ে বিশেষ মুহুর্ত পার করছেন মাহী। দামি রোস্তোরায় পালন করছেন তাদের কোন বিশেষ মুহুর্ত। তারা দুজন দুজনের বেশ ঘনিষ্ট হয়ে থাকেন, এমনকি চুমুও খান। এসময় দুজনকেই বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। মাহীর প্রকাশিত ঐ ছবির শিরোনাম ছিল ‘সেলিব্রেশন অফ লাভ’। ছবি প্রকাশের মুহুতের্র মধ্যে শতাধিক লাইক পরে। অনেকে নানা মন্তব্যও করেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এ জুটির প্রেমের খবর রটেছিল। তবে সম্প্রতি এ দুজনের সম্পর্ক কিছুটা খারাপ হয়েছে বলেও শোনা যাচ্ছিল। ঠিক সেই মুহুর্তে এ ছবি দুজনের সম্পর্কে নতুন মাত্রা দিল।

দুই নায়কের লড়াই- পর্দায় ও বাস্তবে সমান সমান

Image
দুই নায়কের লড়াই- পর্দায় ও বাস্তবে সমান সমান   টেকনো ডেস্ক : গেলবারের মতো এবারের ঈদেও মূলত দুই নায়ক অনন্ত জলিল ও শাকিব খানের মধ্যেই যুদ্ধ হবে। তবে এবার ছবি মুক্তির আগেই সেই যুদ্ধ শুরু হয়েছে। পর্দা থেকে সেই যুদ্ধ বাইরে এসে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে গেছে। সম্প্রতি শাকিব খান এক সাক্ষাৎকারে অনন্তকে নিয়ে কটূক্তি করেছেন। বিষয়টি নিয়ে অনন্তও বেশ ক্ষেপেছেন। তার মতে, শাকিবকে নিয়ে তিনি কখনোই কোনো ধরনের কটূক্তি তো দূরে থাক, বাজে মন্তব্য করেননি। একই মাধ্যমে কাজ করার কারণে দু’জন দু’জনার প্রতি কাজের চ্যালেঞ্জ ছুড়ে দিতেই পারেন। মাঝে মধ্যে অনন্ত শাকিবকে এই চ্যালেঞ্জটিই করেছেন। সেটা ছবি নিয়ে। অনন্ত বলেছেন, শাকিব এবং আমার ছবি একই সঙ্গে মুক্তি পাক। দেখা যাক দর্শক কাকে বেশি গ্রহণ করেন। প্রতিযোগিতার বাজারে এ ধরনের চ্যালেঞ্জ আসতেই পারে। এমন চ্যালেঞ্জ আসাটা বরং ইতিবাচক। এতে কাজের স্পিড বাড়ে। দর্শকের মধ্যে আলাদা একটা আলোড়ন তৈরি হয়। এ আলোড়নটুকু তৈরি করার জন্যই চ্যালেঞ্জ ছুড়ে দেয়া। কিন্তু শাকিব সেই চ্যালেঞ্জকে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে অনন্তকে ‘পাগল’ বলেই সম্বোধন করলেন। আর অনন্তও এর প্রতিবাদ...

হাওয়া থেকে পাওয়া: পাঁচ নায়িকার অজানা প্রেম কাহিনী

Image
হাওয়া থেকে পাওয়া: পাঁচ নায়িকার অজানা প্রেম কাহিনী  টেকনো ডেস্ক : প্রিয় নায়িকার ব্যক্তি জীবন নিয়ে মানুষের কৌতুহলের কমতি নেই। প্রিয়.কম এর পাঠকদের জন্য হাওয়া থেকে পাওয়া খবরে এবার থাকছে আলোচিত পাঁচ নায়িকা পপি, আঁচল, রেসি, সাহারা ও শায়না আমিন’কে নিয়ে তাদের ক্যারিয়ার, প্রেম ও ব্যাক্তি জীবনের কিছু অজানা তথ্য। ১৯৯৬ সালে মমতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবির মাধ্যমে বড় পর্দায় আগমন ঘটে গ্ল্যামারাস নায়িকা পপির। ক্যারিয়ারের শুরু থেকেই আলোচিত এই নায়িকাকে নিয়ে মিডিয়াতে নানা গুঞ্জন রটে আসছিল। আরেক আলোচিত নায়ক শাকিল খান একসময় পপিকে নিজের বিয়ে করা বউ বলে দাবি করেন। কিন্তু বিয়ের ঘটনাকে নিছক গুজব ছাড়া কিছু নয় বলে জানান পপি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রীকে নিয়ে নানা সময়ে একাধিক ব্যক্তি সাথে সম্পকের্র কথা শোনা গেছে। বর্তমানে এই পড়তি নায়িকার চারটি সিনেমা মুক্তির মিছিলে রয়েছে। তবে সেই ছবি গুলো আদৌ মুক্তি পাবে কিনা এ নিয়েও সংশয় রয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকাই ছবির সবচেয়ে আলোচিত নায়িকার নাম আঁচল। ২০১১ সালে ‘বেইলি রোড’ ছবির মাধ্যমে ঢালিউডের পা রাখেন তিনি । বর্তমানে নির্মিত একাধিক ...

ফাইনালে কাকে সাপোর্ট দিব : শাকিব

Image
ফাইনালে কাকে সাপোর্ট দিব : শাকিব  ইনফো ডেস্ক : আমি ভেবেই পাচ্ছি না ফাইনালে কাকে সাপোর্ট দিব। আমি ব্রাজিলের সাপোর্টার ছিলাম। তবে এবার আর্জেন্টিনারও ভক্ত হয়ে গেছি। মেসির খেলা দেখে মনে হচ্ছে তিনি গোল্ডেন বুট নিয়ে তবেই মাঠ ছাড়বেন। তাঁর পায়ে জাদু আছে। একবার বল পায়ে পেলেই হলো। প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়েন। জামানির্র লম্বা পাসের খেলা আমাকে মুগ্ধ করে। পুরো দলটারই বেশ এনার্জি আছে। ব্রাজিল সম্পর্কে তো নতুন করে বলার নেই! নেইমার একাই একশ। গত শুক্রবারে খেলায় ব্রাজিল বেশ ভালোভাবেই জিতেছে। আমি চাই ব্রাজিল আর আর্জেন্টিনা ফাইনাল খেলুক। তবে সেমিফাইনালের ছক কিন্তু আমি করে ফেলেছি। আমার মনে হয়, সেমিফাইনালে ব্রাজিল বনাম জার্মানি এবং আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস খেলবে। আমার ধারণা যদি ঠিক হয়, তবে ফুটবলকে নতুন করে চিনবে বিশ্ব। এত সুন্দর, গোছানো, ছন্দময়, গতিশীল বিশ্বকাপ ফুটবল আমি আগে দেখিনি। একটু চিন্তায় আছি ব্রাজিল আর আর্জেন্টিনাকে নিয়ে। দুই দলকেই পছন্দ করি। ভেবে পাচ্ছি না ফাইনালে কাকে সাপোর্ট করব। সিদ্ধান্তটা না হয় সেদিনই নেব। তবে মনেপ্রাণে চাই এই দুই দল ফাইনালে উঠুক।