আবারও ফেরদৌস-তানিয়ার উপস্থাপনায় ‘আনন্দ জলসা’

আবারও ফেরদৌস-তানিয়ার উপস্থাপনায় ‘আনন্দ জলসা’

টেকনো ডেস্ক : আবারও একসঙ্গে উপস্থাপনা করলেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী  তানিয়া আহমেদ। এবারের ঈদে মাছরাঙা টেলিভিশনের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ জলসা’-তে উপস্থাপক জুটি হিসেবে দেখা যাবে তাদের। এর আগেও তারা একসঙ্গে দু’বার ‘আনন্দ জলসা’ উপস্থাপনা করেছিলেন। এবার উপস্থাপক জুটি হিসেবে হ্যাটট্রিক করলেন তারা। সম্প্রতি অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। কবির বকুলের গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনায় তারকাবহুল এ অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কনকচাঁপা, এসআই টুটুল ও কনা। থাকছে শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা ও নৃত্যাঞ্চলের নাচ। দ্বৈত নৃত্য পরিবেশন করেছেন নুসরাত ফারিয়া ও সোহাগ। এছাড়া হাস্যরসাত্মক বিভিন্ন পরিবেশনায় অংশ নিয়েছেন শর্মিলী আহমেদ, শহীদুল আলম সাচ্চু, তুষার খান, দেবাশীষ বিশ্বাস, মাজনুন মিজান, শামীম জামান, রুনা খানম, মৌটুসী বিশ্বাস, সুমন পাটোয়ারী, শশী, রনি, সজল, জামিল, লেমিস প্রমুখ। জমকালো এ অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টায়।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি