ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি


 ইনফো ডেস্ক ॥  সেপ্টেম্বরের ম্যাক্সিম ম্যাগাজিনের কভার গার্ল নার্গিস ফাখরি। আর সেই কভার প্রকাশ্যে আসতেই হই চই বলি পাড়ায়। স্মোকিং হট নার্গিসের নয়া অবতারে মাত তামাম দেশ। কালো স্যুইমসুটে নার্গিসের পারফেক্ট ফিগার ম্যাগাজিনের কভারকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তা বলে এই প্রথমবার ম্যাক্সিমের কভারে নিজেকে খোলামেলাভাবে দেখাননি নার্গিস। এর আগেও কভারে নিজের অত্যাধিক খোলামেলা ছবির জন্য বিতর্কে জড়িয়েছিলেন এই অভিনেত্রী। - ওয়েবসাইট।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি