এবার আইটেমে খোলামেলা মাহী

CEn|| বলিউডের দেখাদেখি ঢালিউডের সিনেমার বড় একটি অংশ জুড়ে এখন আইটেম গান। তারই ধারাবাহিকতায় রমজানের ঈদে অগ্নিকন্যা মাহিয়া মাহী তার নতুন সিনেমা ‘অগ্নি টু’ এর আইটেম গান ‘ম্যাজিক মামনি’ নিয়ে হাজির হচ্ছেন। এতে মাহীকে বেশ খোলামেলা ও আবেদনময়ীরুপে দেখা যাচ্ছে। ৪ জুন সিনেমাটির প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া ইউটিউবে উন্মুক্ত করেছে আইটেম গানটি। গানটিতে মাহী’র সঙ্গে পার্শ্ব অভিনেত্রীরা সব ওপার বাংলার। জমকালো গানটিতে বেশ আকর্ষণীয়ভাবে নিজেকে উপস্থাপন করেছেন দেশের জনপ্রিয় নায়িকা মাহী। গানটিতে প্রথমবারের মতো বম্বে সংগীত শিল্পী নেহা কাক্কার’র কণ্ঠে ঠোট মিলেয়েছেন মাহী। ‘অগ্নি টু’ সিনেমায় মাহি’র বিপরীতে অভিনয় করেছেন ওম। ইদুল ফিতর উপলক্ষে ইফতেখার চেীধুরী পরিচালিত বড় বাজেটের ‘অগ্নি টু’ একসাথে বাংলাদেশ ও কলকাতায় মুক্তি পাবে।