সেলিব্রেশন অফ লাভ
সেলিব্রেশন অফ লাভ
টেকনো ডেস্ক : বাংলাদেশে এ সময়কার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহীর সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে প্রকাশ হয়েছে বেশ কয়েকটি রহস্যজনক ছবি।ফেসবুকে ছবি প্রকাশের পর বাপ্পি চৌধুরীর সঙ্গে মাহিয়া মাহীর সম্পর্ক নিয়ে আরও গুজব নতুন মাত্রা পেল। যা নিয়ে ব্যাপক সমালোচনায় ভক্তরা। প্রকাশিত ঐ ছবিতে দেখা যায়, বাপ্পিকে নিয়ে বিশেষ মুহুর্ত পার করছেন মাহী। দামি রোস্তোরায় পালন করছেন তাদের কোন বিশেষ মুহুর্ত। তারা দুজন দুজনের বেশ ঘনিষ্ট হয়ে থাকেন, এমনকি চুমুও খান।
এসময় দুজনকেই বেশ উৎফুল্ল দেখাচ্ছিল। মাহীর প্রকাশিত ঐ ছবির শিরোনাম ছিল ‘সেলিব্রেশন অফ লাভ’। ছবি প্রকাশের মুহুতের্র মধ্যে শতাধিক লাইক পরে। অনেকে নানা মন্তব্যও করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই এ জুটির প্রেমের খবর রটেছিল। তবে সম্প্রতি এ দুজনের সম্পর্ক কিছুটা খারাপ হয়েছে বলেও শোনা যাচ্ছিল। ঠিক সেই মুহুর্তে এ ছবি দুজনের সম্পর্কে নতুন মাত্রা দিল।
Comments
Post a Comment