Posts

Showing posts with the label PK

সঞ্জয় দত্তের জীবনী নিয়ে ছবি বানাচ্ছেন 'পিকে'র হিরানি

Image
MEn || বলিউডের 'মুন্না ভাই' সঞ্জয় দত্তের আত্মজীবনী নিয়ে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন রাজকুমার হিরানি। বলিউডের সবচেয়ে ব্যবসা সফল ছবির পরিচালক এই হিরানি। 'মুন্না ভাই এমবিবিএস' ‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’র মতো বক্স অফিস মাত করা অনেক ছবির পরিচালকই তিনি। বলিউডের ইতিহাসে ‘থ্রি ইডিয়টস’ এবং ‘পিকে’ হলো সবচেয়ে অধিকতর ব্যবসা সফল ছবি। যা ভারতের গন্ডি পেরিয়ে বিশ্ব দরবারেও মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে। হিরানি নিজের প্রথম ছবি বানিয়েছিলেন ৪১ বছর বয়সে। সে সময়ে নবীন পরিচালক হিসেবে তিনি তার কাছে পান নি বলিউডের প্রভাবশালী খান বা কাপুরদের। তবে সেসময় এই নবীন পরিচালকটির পাশে এসে দাঁড়িয়েছিলেন সঞ্জয় দত্ত। সেই থেকেই হিরানির অকৃত্রিম বন্ধু হয়ে উঠেন সঞ্জয়। এদিকে সঞ্জয় দত্তের আত্মজীবনী নিয়ে ছবি তৈরির ঘোষণা দিয়ে হিরানি জানিয়েছেন, আগামি বছর শুটিং শুরু হবে, এখন চলছে চিত্রনাট্যের কাজ। এমনই খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণে। সঞ্জয় দত্তের চরিত্রে কে অভিনয় করবেন সেটা এখনো ঠিক হয়নি। তবে তিনি জানিয়েছেন, ‘আমরা আসলে এখন চিত্রনাট্য নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছি। ওটা ঠিকঠাক দাঁড়িয়ে গেল...