Posts

Showing posts with the label Karina

সাইফ-কারিনার বিচ্ছেদ!

Image
সাইফ-কারিনার বিচ্ছেদ!  বিনোদন: সাইফ-কারিনাপাঁচ বছর প্রেম করার পর ২০১২ সালের ১৬ অক্টোবর গাঁটছড়া বাঁধেন পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খান এবং ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খান। এই তো মাত্র গত মাসেই দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছেন তাঁরা। এখন পর্যন্ত বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে সাইফ-কারিনার নামই বেশি উচ্চারিত হয়। কিন্তু এরই মধ্যে বিচ্ছেদ? সম্প্রতি ‘সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের বিচ্ছেদ’ এই শিরোনামে খবর প্রকাশ করেছে ওয়ান ইন্ডিয়া। অবশ্য এ খবরে সাইফ-কারিনা ভক্তদের আপাতত দুশ্চিন্তার কোনো কারণ নেই। এ বিচ্ছেদ বাস্তবের নয়, হ্যাপি এন্ডিং ছবিতে বিচ্ছেদের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে এ তারকা দম্পতিকে। সাইফের ইলুমিনাতি ফিল্মসের ব্যানারে নির্মিত হ্যাপি এন্ডিং ছবিটি মুক্তি পাচ্ছে ২১ নভেম্বর। ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে সাইফের সহধর্মিণী কারিনাকে। ছবিতে সাইফের প্রেমিকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবির একটি দৃশ্যে দেখা যাবে, কারিনা তাঁর মধ্যমা আঙুল দেখিয়ে সাইফকে ছেড়ে চলে যাচ্ছেন। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। গত বছর সাইফ প্রযোজিত ও অভিনীত জোম্বি কমেডিধর্ম...

পরিণীতি এবার জিরো ফিগারে

Image
পরিণীতি এবার জিরো ফিগারে ইনফো ডেস্ক : হাসি-খুশি, মিষ্টি চেহারার পরিণীতি চোপড়া ইতিমধ্যেই রুপালি পর্দায় ভিন্ন ধারায় অভিনয় করে নজর কে পড়েছেন।  তবে বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এবার ‘হাসি তো ফাঁসি’ র অভিনেত্রী নাকি সাইজ জিরো হওয়ার জন্য উঠে-পড়ে লেগেছেন। বি টাউনে গুঞ্জন চলছে আবার বলিউডি অভিনেত্রীদের জিরো ফিগার হওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেছে। এই কয়েক দিন আগে জানা গেছে অভিনেত্রী সোনম কাপুর সালমান খানের আগামী ছবিতে অভিনয়ের জন্য আট কেজি ওজন কমিয়ে ফেলেছেন। এবার পালা পরিণীতি চোপড়ার, শোনা যাচ্ছে জি টিভির একটি নতুন রিয়েলিটি অনুষ্ঠানে তাঁর নতুন লুক ও ফিগারে সবাইকে চমকে দিয়েছেন ‘ইসকজাদে’র নায়িকা। তবে পরিণীতি নাকি তাঁর ফিগারে খুব একটা খুশি নন তিনি আরো ওজন ঝরিয়ে ফেলতে চান। অর্থাৎ স্বপ্ননগরীর নায়িকারা এবার আবার করিনা কাপুরের ‘জিরো’ ফিগারের দিকে লক্ষ্য রেখে এগোচ্ছেন।