Posts

Showing posts with the label Sonkhsi Sinha

অর্জুনকে পেতে বোনকে পটানোর চেষ্টা করছেন সোনাক্ষির!

Image
অর্জুনকে পেতে বোনকে পটানোর চেষ্টা করছেন সোনাক্ষির!  ইনফো ডেস্ক ॥বলিউড এখন মুখরিত অর্জুন-সোনাক্ষির ডুবে ডুবে জল খাওয়া নিয়ে। আর গুঞ্জনের শুরু তো তারাই করেছেন। খুব সম্প্রতি তেভার সিনেমার শুটিং শেষ করেও যেন একে অপরের থেকে দূরে যাওয়ার ইচ্ছা নেই সোনাক্ষি-অর্জুনের। সিনেমার কাজে সমাপ্তি টানলেও গোপনে গোপনে দেখা করা এবং ঘুরে বেড়ানো যেন কিছুতেই বাদ দিতে পারছেন না তারা। এসবই প্রথম দিকে কেবল গুঞ্জন মনে করা হলেও সম্প্রতি অর্জুনের বোনের সাথে বিভিন্ন জায়গায় সোনাক্ষিকে দেখা যাচ্ছে। আর তাই গোপনে গোপনে প্রেমের খবরটি যেন সত্য প্রমাণিত হতেই চলেছে। কেবল শপিংয়েই নয়, সোনাক্ষি আর অর্জুন কাপুরের বোনকে সম্প্রতি গন গার্ল সিনেমার প্রিমিয়ারে একসাথে দেখা যায়। বরাবরই সোনাক্ষিকে অর্জুন বাড়ি পৌঁছে দিতে গেলেও এইদিন আশুলা কাপুরকে বাড়িতে পৌঁছে দেন সোনাক্ষি স্বয়ং। আর এমন সময়েই ক্যামেরাবন্দী হন তারা। ধারনা করা হচ্ছে সোনাক্ষি এবং অর্জুন দুজনই তাদের সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস এবং সফল পরিনতি টানতেই অর্জুনের বোন আশুলাকে পটানোর চেষ্টা করছেন সোনাক্ষি।

ডুবে ডুবে জল খাচ্ছে অক্ষয়-সোনাক্ষি

Image
ডুবে ডুবে জল খাচ্ছে অক্ষয়-সোনাক্ষি  টেকনো ডেস্ক : পর্দায় তাদের কেমিস্ট্রি চোখ ধাঁধানো। কেবল পর্দা কেন, বাস্তব জীবনেও তারা যে ডুবে ডুবে জল খাচ্ছিলেন তাতে সন্দেহ নেই। কথা হচ্ছে অক্ষয় কুমার এবং সোনাক্ষি সিনহাকে নিয়ে। বলিউডের একসময়ের খিলাড়ি বলেই পরিচিত অক্ষয়। সিনেমার সংখ্যা বাড়ার সাথে সাথে যেন নায়িকাদের সাথে প্রেমের সংখ্যাও বাড়িয়েছেন এই তারকা। আর সোনাক্ষির কথা বলতে গেলে বলিউডে সালমানের হাত ধরে আসা অতঃপর শহীদ কাপুরের সাথে নাম জড়ালেও তা যে কেবল একটি ধাঁধাই ছিল তা পরিস্কার হয়ে যাবে খুব সহজেই। অক্ষয় কুমার ও সোনাক্ষী সিনহা একসঙ্গে জুটি বেঁধে পরপর বেশ কয়েকটি হিট সিনেমা করেছেন। সম্প্রতি এই জুটির ছবির ‘হলিডে’ ১০০ কোটির ক্লাবেও নাম লিখিয়ে ফেলেছে। এই জুটি সকলেরই বেশ পছন্দ তবে কেউ এক জন এতে বেশ অসন্তুষ্ট। তিনি আর কেউ নন, অক্ষয় পতœী টুইংকেল খান্না। শোনা যাচ্ছে তিনি নাকি স্বামী অক্ষয়কে রীতিমতো হুমকি দিয়েছেন যাতে অক্ষয় সোনাক্ষীর সঙ্গে খুব বেশি ছবিতে কাজ না করেন। আর স্ত্রীর বাধ্য স্বামীর মতো মাথা পেতে নিলেও সাম্প্রতিক কিছু বিষয় কিন্তু তা বলছে না। বরং টুইংকেলের চোখের সামনেই এসব হয়ে আসছে। অক্ষয় এব...

একই পণ্যের বিজ্ঞাপনে দু’তারকা

Image
একই পণ্যের বিজ্ঞাপনে দু’তারকা http://my1info.blogspot.com/  ইনফো ডেস্ক : সমকালীন দুই অভিনেত্রী এক ফ্রেমে একই পণ্যের মডেল হচ্ছেন। তারা হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও সোনাক্ষী সিনহা। প্যান্টিনের নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করবেন তারা। যদিও সময় ফাঁকা না থাকায় দু’জনের কাজ হবে ভিন্ন ভিন্ন দিনে। সোনাক্ষীর মুখপাত্র জানান, একই বিজ্ঞাপন চিত্রে মডেল হলেও একসঙ্গে কাজ করবেন না তারা। ব্যস্ত সময়সূচির কারণেই এমন হচ্ছে। প্রিয়াঙ্কা এখন মেরি কমের জীবনীনিভর্র ছবি এবং জোয়া আখতারের ‘দিল ধাড়কানে দো’ ছবিতে অভিনয় করছেন। অন্যদিকে সোনাক্ষী ব্যস্ত ‘অ্যাকশন জ্যাকসন’ এবং ‘তেভার’ ছবির কাজ নিয়ে।