Posts

Showing posts with the label স্বপ্ন ছোবেন সাইমন-ববি

স্বপ্ন ছোবেন সাইমন-ববি

Image
স্বপ্ন ছোবেন সাইমন-ববি ইনফো ডেস্ক ॥সাইমন সাদিক ও ববি হক। দুজনই ঢালিউডের নবাগত। সে দুই নবাগত এবার স্বপ্ন ছোবেন। কিভাবে? বলছি, সে কথাই। সাইমন ও ববি জুটির প্রথম ছবি ‘স্বপ্নছোঁয়া’ এখন মুক্তির মিছিলে। ছবিটি ১২ই ডিসেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পাবে। এরই মধ্যে এটি চলচ্চিত্র সেন্সর বোডের্র ছাড়পত্র পেয়েছে। শফিক হাসান পরিচালিত ‘স্বপ্নছোঁয়া’ ছবিতে আরও রয়েছেন তানভির, প্রবীরমিত্র, রেবেকা, কাজী হায়াৎ, রফিক প্রামাণিক, ফাল্গুন, নিপা, রাহুল রাজু, জিয়া ভিমরুল ও মিশা সওদাগর। অন্যরকম একটি গল্পের ছবি ‘স্বপ্নছোঁয়া’র কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মুনির রেজা। চিত্রগ্রহণ মজিবুল হক ভুইয়া ও সংগীত আহম্মেদ হুমায়ুন। সম্পাদনা আমজাদ হোসেন, অ্যাকশন চুন্নু, ড্রেস আলাউদ্দিন, মেকআপ সেলিম, নৃত্যপরিচালনায় মাসুম বাবুল ও জাকির হোসেন।