ঘরোয়া ব্যানারে রানির নতুন ছবি

ঘরোয়া ব্যানারে রানির নতুন ছবি ইনফো ডেস্ক: এবার হোম প্রোডাকশান যশরাজ ফিল্মের ব্যানারে কাজ করবেন আদিত্য পতœী রানি চোপড়া (মুখার্জি) । তবে, ছবি-সংক্রান্ত কোনো বিষয়ে মিঞা-বিবি কেউই এখনও সেভাবে মুখ খোলেননি। ২২ আগস্ট বড়পর্দায় মুক্তি পাবে প্রদীপ সরকার পরিচালিত ও রানি চোপড়া (মুখার্জি) অভিনীত মর্দানী। এই ছবিটির প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। মর্দানী ছবিতে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অফিসার শিবানী শিবাজী রায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রানিকে। আপাতত সেই ছবির প্রোমোশনে ব্যস্ত রয়েছেন তিনি। রানি আরও জানিয়েছেন পরিচালক বা প্রযোজক হওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই। তিনি তাঁর অভিনয় দক্ষতা দিয়েই চিরকাল মানুষের মন জয় করতে চান।