Posts

Showing posts with the label Hot Indian Actress

এবার ভক্তরা হতাশ হবেন না: পুনম

Image
এবার ভক্তরা হতাশ হবেন না: পুনম ইনফো ডেস্ক ॥ প্রথম সিনেমা ভক্তদের মন ভরতে না পাড়লেও এবার আর তারা হতাশ হবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বলিউডের হটগার্ল কাম অভিনেত্রী পুনম পা-ে। বলেছেন, এবার আমি যে সিনেমাটিতে অভিনয় করতে যাচ্ছি তা ভক্তদের মন জয় করতে পারবে। বলিউডের এ খোলামেলা মডেল পুনম পান্ডের প্রথম ছবি ‘নেশা’ সম্প্রতি মুক্তি পায়। মুক্তির পরেই ছবিটি বক্স অফিসে ফপ করে। তারপরেও বিতকের্র প্রিয়পাত্রী পুনম পান্ডের পিছু নেয় একগাদা প্রযোজক। কিন্তু একছটা চিত্রনাট্যও পন্দ হচ্ছিল না তার। অবশেষে মনঃপুত হলো একটা গল্প। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান দ্য ওয়ার্ল্ড নেটওয়ার্কসের প্রথম ও পুনমের দ্বিতীয় ছবিতে তাকে কেমন দেখাবে, সেটা জানার আগ্রহ কার নেই! তবে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মুখ খুলতে রাজী হননি পুনম। এটুকু বলেছেন, এবার আর ভক্তরা হতাশ হবেন না একটুও। কারণ এর আগে নাকি সঠিক মার্কেটিংয়ের অভাবে মার খেয়েছিল ‘নেশা’। তা ছাড়া, অগণিত চিত্রনাট্য ফিরিয়ে দেওয়ার পর কোন গল্পটা পছন্দ হয়ে গেল পুনমের তাও তো দেখার বিষয়!

সমালোচনায় নায়ক-নায়িকারাও

Image
সমালোচনায় নায়ক-নায়িকারাও ইনফো ডেস্ক : শুধুমাত্র সমালোচকরাই নন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে শুরু করে দর্শকদের মুখে মুখে, সর্বত্রই কেবল ব্যাঙ্গাত্মক আলোচনার বিষয় হয়ে উঠেছে সিনেমাটি। বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও সিনেমাটি আহামরি খুব কিছু সাফল্য লাভ করতে পারেনি। তবে এত সমালোচনার ভিড়েও পরিচালকের দাবী, এটাই তার জীবনের সেরা কাজ! এটা পরিচালকের অহংকার হোক বা যাই হোক, এবার মিডিয়ার সম্মুখে ‘হামসকলস’ সিনেমাটি নিয়ে সমালোচনা করছে খোদ নায়ক নায়িকারাও!  এ ছবিতে কাজ করা তাদের ভুল সিদ্ধান্ত তা বলতে শুরু করেছেন। ‘হামসকলস’ ছবিটির প্রধান নায়ক সাইফ আলি খান একটি বিশেষ সাক্ষাৎকারে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে জানান, এই সিনেমাটিতে কাজ করা তাঁর একটি ভুল সিদ্ধান্ত। তিনি বলেন, ‘এই ছবিটির সেইভাবে কোনো চিত্রনাট্যই ছিল না, সাজিদ আমাকে যা করতে বলেছিল আমি তাই করেছি। কিন্তু এই সিনেমার হিউমারের ধরন আমি নিজেই পছন্দ করিনি এবং এই সিনেমায় আমি যা নই তা হওয়ার চেষ্টা করেছি। তাই দর্শকরা পছন্দ করেন নি, ।’ এর সঙ্গে সাইফ আরও জানান যে তিনি এই সিনেমাটি নিয়ে আর একটুও ভাবতে চান না বরং আসন্ন সিনেমা ‘হ্যাপি এন্ডিং’-এর কাজে মন দিতে...

গোবিন্দর মেয়ে আলিয়া ভাট

Image
গোবিন্দর মেয়ে আলিয়া ভাট  টেকনো ডেস্ক : এই নিয়ে দ্বিতীয়বার অন স্ক্রিনে বাবা’র চরিত্রে অভিনয় করবেন বলিউডের একসময়ের বিখ্যাত কমেডি হিরো গোবিন্দ। অনুরাগ বসু পরিচালিত ‘জজ্ঞা জাসুস’ ছবিটিতে রনবীর কাপুরের বাবার চরিত্রে দেখা যাবে এই রূপোলী পর্দার নায়ককে এটা জানা খবর। কিন্তু অজানা খবরটা হল এবার তিনি বাবা হবেন আলিয়া ভাটের। ভিকাশ বহেলের ‘শানদার’ সিনেমাতে গোবিন্দ দ্বিতীয়বার পিতার ভূমিকায় অভিনয় করবেন এবং তাঁর কন্যা হবেন ‘হাইওয়ে’ খ্যাত আলিয়া ভাট। ছবিটির প্রযোজনার গোপন সূত্র থেকে জানা গিয়েছে যে এই ছবিটিতে গোবিন্দ’র চরিত্রটি বেশ মজার ধরনের হলেও চরিত্রটি ছোট। কিন্তু গোবিন্দ স্ক্রিপটি পছন্দ করেছেন এবং কাজটির জন্য রাজি হয়েছেন। ‘কুইন’ খ্যাত পরিচালক ভিকাশ বহেলের এটি দ্বিতীয় ছবি এবং তিনি আপাতত ছবিটির প্রি প্রোডাকশনের কাজ নিয়ে খুব ব্যস্ত। ৯০ দশকের স্ট্রিট ডান্সার কাম কমিক হিরো গোবিন্দকে এই প্রসঙ্গে প্রশ্ন করার তিনি জানান, ‘ আমি সিনেমার চিত্রনাট্য পড়েছি, আমার পছন্দ হয়েছে কিন্তু এর বেশি কিছু জানাতে এখনি আমি রাজি নই।’ অন্যদিকে, একসময়ের বিখ্যাত হিরো আবার নায়কের ভূমিকায় ফিরে আসছেন নিজের হোম প্রোডাকশনের ব্...

বিদ্যা বালানের ‘হামারি আধুরি কাহানী'

Image
বিদ্যা বালানের ‘হামারি আধুরি কাহানী' টেকনো ডেস্ক : বিদ্যা বালান তার ‘ববি জাসুস’ সিনেমার পর নতুন সিনেমার কাজ নিয়ে খুব উৎসাহিত। এই গোয়েন্দা কাহিনীর সিনেমাটি খুব একটা জনপ্রিয়তা না পেলেও তার অভিনয় অসম্ভব প্রশংসিত হয়েছে। এখন তিনি নিজের আসন্ন সিনেমা ‘হামারি আধুরি কাহানী’ র প্রোজেক্ট নিয়ে খুব ব্যস্ত। এই সিনেমাটি পরিচালনা করবেন ‘আশিকি-২’ খ্যাত মোহিত সুরি। এই প্রোজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে বিদ্যা বালান জানান, "আমি মোহিতের সঙ্গে কাজ করতে বহুদিন ধরে চাইছিলাম। তার ‘আশিকি ২’ সিনেমাটা আমার খুব ভাল লেগেছে। ’হামারি আধুরি কাহানী’র গল্পটি খুব সুন্দর একটি প্রেমের গল্প এবং আমি নিশ্চিত মোহিতের এই সিনেমাটিও খুব ভাল হতে যাচ্ছে। "‘হামারি আধুরি কাহানী’ নিয়ে বিদ্যা বালানের এত উৎসাহের অন্য কারণটি হল মহেশ ভাট।’কাহানী’র নায়িকা মহেশ ভাটের খুব বড় ভক্ত এবং আসন্ন সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মহেশ ভাট। বিদ্যার সব সময়ের পছন্দের সিনেমা ‘আর্থ’ এর পরিচালকের লেখা চিত্রনাট্যে কাজ করার সুযোগ পেয়ে অসম্ভব খুশি এই অন্যধারার নায়িকা। মোহিত সুরি আশা করছেন এই সিনেমাটি দর্শকদের খুবই পছন্দ হবে। 

ভীষণ অন্যরকম কঙ্কণা

Image
ভীষণ অন্যরকম কঙ্কণা  ইনফো ডেস্ক : অপর্ণা সেনের ফিল্মী ক্যারিয়ারের উত্তরসূরি হিসেবে মাত্র চার বছর বয়স থেকে সিনেমার পথে হাঁটা কঙ্কনার বর্তমানের বৈচিত্র্যটা বেশ চোখে পড়ার মতো। সবসময় বাঙালি ঘরানার সাদামাটা কঙ্কনা প্রথমবার বেশ চমকে দিয়েছিলেন গেল বছর। এমনিতে স্বামী রনভীর সুরী আর ছেলে হারুনকে নিয়ে নিরুপদ্রব নির্ঝঞ্ঝাট জীবনযাপনে অভ্যস্ত কঙ্কনা হঠাৎই ভীষণ আবেদনময়ী পোজ দিয়েছিলেন ম্যাক্সিম ম্যাগাজিনের জন্য। কঙ্কনা ভক্তদের কাছে বিষয়টা চমকে ওঠার মতো হলেও করে সাফাই গেয়ে তিনি বলেছেন, ‘নিজের শারীরিক সৌষ্ঠব লুকিয়ে রেখে ভদ্রলোক সাজার মানে হয় না। একজন নারী হিসেবে নিজের দৈহিক সৌন্দর্যটুকু পরিশিলীতভাবে উপস্থাপনের মধ্যে খারাপ কিছু নেই।’ মা অপর্ণার তরফ থেকে ঘোষণা এলো, আবারও পর্দায় তিনি তুলে আনবেন মিস্টার ও মিসেস আইয়ারকে এবং যথারীতি কঙ্কনা ও রাহুলের মাধ্যমেই চিত্রায়িত করবেন আইয়ার যুগলের প্রেমোপাখ্যান। সেই রেসিপি এখনও অঙ্কুর পর্যায়ে থাকলেও এর আগেই অবশ্য আরেক অনবদ্য গল্পে বিনয় পাঠকের বিপরীতে অভিনয় করছেন মিসেস দাসের চরিত্রে চরিত্রাঙ্কিত। সিনেমাটিক যাত্রার এখানেই শেষ নয়। পাইপলাইনে আছে ব্যোমকেশ বকশীর পরবর...

চোপড়া এবার সাইজ জিরো!

Image
চোপড়া এবার সাইজ জিরো!  ইনফো ডেস্ক : ইতিমধ্যেই রুপালি পর্দায় ভিন্ন ধারায় অভিনয় করে নজর কেড়েছেন হাসি-খুশি, মিষ্টি চেহারার পরিণীতি পিয়াংকা  চোপড়া । তবে বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এবার ‘হাসি তো ফাঁসি’ র অভিনেত্রী নাকি সাইজ জিরো হওয়ার জন্য উঠে-পড়ে লেগেছেন। এবং বেশ সফলও হয়েছেন। সম্প্রতি একটি পত্রিকার ফোটো শুটে তাঁকে দেখা গেছে ভীষণ আকর্ষণীয়। আসুন দেখি পরিনীতির নিউ লুকের এক ঝাঁক ছবি। বি টাউনে গুঞ্জন চলছে আবার বলিউডি অভিনেত্রীদের জিরো ফিগার হওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেছে। এই কয়েক দিন আগে জানা গেছে অভিনেত্রী সোনম কাপুর সালমান খানের আগামী ছবিতে অভিনয়ের জন্য আট কেজি ওজন কমিয়ে ফেলেছেন। এবার পালা পরিণীতি চোপড়ার, শোনা যাচ্ছে জি টিভির একটি নতুন রিয়েলিটি অনুষ্ঠানে তাঁর নতুন লুক ও ফিগারে সবাইকে চমকে দিয়েছেন ‘ইসকজাদে’র নায়িকা। তবে পরিণীতি নাকি তাঁর ফিগারে খুব একটা খুশি নন তিনি আরো ওজন ঝরিয়ে ফেলতে চান। অর্থাৎ এই বাবলি গার্ল করিনা কাপুরের ‘জিরো’ ফিগারের দিকে লক্ষ্য রেখে এগোচ্ছেন। সম্প্রতি একটি পার্টিতে নিজের নিউ লুক দিয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

সুপারস্টার সালমান এখন গায়ক

Image
সুপারস্টার সালমান এখন গায়ক   ইনফো ডেস্ক : গায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিউড সুপারস্টার সালমান খান। নিজের আগামী ছবি ‘কিক’-এর একটি গানে কণ্ঠ দিয়েছেন ৪৮ বছর বয়সী সুপারস্টার। হ্যাংওভার’ শিরোনামের গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে। প্রেমের গানটিতে সালমানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল। সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুরকার ত্রয়ী মিট ব্রাদার্স অঞ্জন। কিক’ ছবিতে সালমানের নায়িকা জ্যাকলিন ফার্নান্দেজ।’হ্যাংওভার’ গানটিতে সালমানের সঙ্গে পর্দায় ঠোঁট মিলিয়েছেন শ্রীলঙ্কান এই সুন্দরী। মেহবুব স্টুডিওতে গানটির চিত্রায়ন হয়েছে দুই দিন ধরে। সাজিদ নাদিওয়াড়ওয়ালা পরিচালিত প্রথম ছবি ‘কিক’ মুক্তি পাবে আগামী রোজার ঈদে। ছবিটিতে আরও আছেন রণদীপ হুদা ও নওয়াজুদ্দিন সিদ্দিকী।

আবারো সানিকে নিয়ে ইউটিউবে ঝড়

Image
আবারো সানিকে নিয়ে ইউটিউবে ঝড় ইনফো ডেস্ক : আবার ‘হেট স্টোরি টু’ ছবির আইটেম গানে নেচেছেন তিনি। এর শিরোনাম ‘পিঙ্ক লিপস’ । ইউটিউবে গানটির ভিডিও প্রকাশ হতেই ঝড় উঠেছে। ‘পিঙ্ক লিপস’ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মিট-ব্রস-অঞ্জন। কুমারের লেখা গানটিতে কণ্ঠ দিয়ে খুশবু গ্রেওয়াল। এই গানের মাধ্যমে সিকুয়েলের আইটেম গানে নৃত্য পরিবেশনের হ্যাট্রিক করলেন সানি লিওন। ছবিগুলো হলো ‘জিসম টু’, ‘রাগিনী এমএমএস টু’, ‘হেট স্টোরি টু’। এর আগে ‘শুটআউট অ্যাট ওয়াদালা’র আইটেম গানে নৃত্য পরিবেশন করেন সানি লিওন । কিছুদিন আগে নিজের অভিনীত ‘রাগিনী এমএমএস ২’- ছবির ‘বেবি ডল’ গানে নেচে ঝড় তোলেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী।

পরিণীতি এবার জিরো ফিগারে

Image
পরিণীতি এবার জিরো ফিগারে ইনফো ডেস্ক : হাসি-খুশি, মিষ্টি চেহারার পরিণীতি চোপড়া ইতিমধ্যেই রুপালি পর্দায় ভিন্ন ধারায় অভিনয় করে নজর কে পড়েছেন।  তবে বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী এবার ‘হাসি তো ফাঁসি’ র অভিনেত্রী নাকি সাইজ জিরো হওয়ার জন্য উঠে-পড়ে লেগেছেন। বি টাউনে গুঞ্জন চলছে আবার বলিউডি অভিনেত্রীদের জিরো ফিগার হওয়ার কম্পিটিশন শুরু হয়ে গেছে। এই কয়েক দিন আগে জানা গেছে অভিনেত্রী সোনম কাপুর সালমান খানের আগামী ছবিতে অভিনয়ের জন্য আট কেজি ওজন কমিয়ে ফেলেছেন। এবার পালা পরিণীতি চোপড়ার, শোনা যাচ্ছে জি টিভির একটি নতুন রিয়েলিটি অনুষ্ঠানে তাঁর নতুন লুক ও ফিগারে সবাইকে চমকে দিয়েছেন ‘ইসকজাদে’র নায়িকা। তবে পরিণীতি নাকি তাঁর ফিগারে খুব একটা খুশি নন তিনি আরো ওজন ঝরিয়ে ফেলতে চান। অর্থাৎ স্বপ্ননগরীর নায়িকারা এবার আবার করিনা কাপুরের ‘জিরো’ ফিগারের দিকে লক্ষ্য রেখে এগোচ্ছেন।

যৌন নির্যাতনে শিকার পুজা মিশ্রা

Image
যৌন নির্যাতনে শিকার পুজা মিশ্রা ইনফো ডেস্ক : প্রীতি জিনতা ও নেস ওয়াদিয়ার মাঝে শ্লীলতাহানি ও দুর্ব্যবহারের মামলা যখন চলছে তখন ফের একবার বলিউডের অপর এক নায়িকার স্বামীর বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। অভিনেত্রী ও বিগবস ৫ এর প্রতিযোগী পুজা মিশ্রা বলিউডের ‘খাল্লাস গার্ল’ ইশা কোপিকারের স্বামী রোহিত নারঙ্গ ও তার ভাই রোহন নারঙ্গের যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। পুজা পুলিশের কাছে অভিযোগ করেছেন রেহিত ও রোহন নারঙ্গ তাকে একটি ছবিতে রোল পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে পুনার একটি জনশূন্য এলাকার নিয়ে যায় ও গাড়িতে তার সঙ্গে যৌন হয়রানি করেন।  দুই ভাইয়ের বিরুদ্ধে ৩৫৪, ৫০৬ (বি) ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুজা গত ১৯ জুন পুনার মুন্ডবা পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন। সেখানে তিনি জানিয়েছিলেন এই দুই ভাই অনেক বছর ধরেই তার সঙ্গে খারাপ ব্যবহার করছেন এবং অভিযোগ করলে তার খারাপ ফলের হুমকিও দিয়েছেন। পুজার বক্তব্য অনুযায়ী এই দুই ভাই এর আগেও দু’বার তার যৌন নির্যাতন করেছেন। পুজা দুই অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগও করেছেন। এছাড়াও পুজার অভিযোগ তারা তার ফোন ও সোশ্যাল মিডিয়া অ্যাকা...

আবার সাইফের সাথে প্রীতি

Image
আবার সাইফের সাথে প্রীতি ইনফো ডেস্ক : প্রীতি জিনতা ফের একবার আসতে যাচ্ছেন পর্দায়। সাইফ আলি খানের পরবর্তী ছবি ‘হ্যাপি এন্ডিং’য়ে এক ক্যামিও চরিত্রে অভিনয় করছেন প্রীতি। এর আগেও ‘ক্যায়া কেহেনা’ ও ‘সালাম নমস্তে’ ছবিতে সইফের সঙ্গে জুটি বেঁধেছিলেন প্রীতি। দীর্ঘ ১৬ বছর পর আবার সাইফের সঙ্গে স্ক্রীন শেয়ার করবেন তিনি। সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন প্রীতি। তবে ফের একবার ছবির জগতে পা রেখে অনেকটাই স্বস্তিতে রয়েছেন তিনি। নিজের উছ্বাস ট্যুইটারে পোস্টও করেছেন তিনি। তিনি জানিয়েছেন, ‘যেখান থেকে ক্যারিয়ার শুরু করেছিলেম সেই একই জায়গায় আবার গিয়ে খুব মজা হচ্ছে।’ ‘হ্যাপি এন্ডিং’ ছবিতে সাইফ আলি খানকে দেখা যাবে তিন ভিন্ন লুকে। যদিও ওই ছবির বিষয়ে আর কিছুই এখনও পর্যন্ত জানানো হয়নি। ছবিতে সাইফের বিপরীতে রয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ।

দীপিকার নতুন লুক

Image
দীপিকার নতুন লুক ইনফো ডেস্ক : 'ফাইন্ডিং ফ্যানি’ সিনেমায় অভিনেতা অর্জুন কাপুরের নতুন লুক ইতিমধ্যেই তিনি নিজের টুইটারে প্রকাশ করে দিয়েছেন। হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবিতে দীপিকা পাডুকোনকে কেমন লাগবে? মজাদার এই সিনেমায় বলিউডের গ্ল্যামার গালের্র প্রথম লুক এবার প্রকাশ করা হল। পরিচালক হোমি আদাজানিয়া এবং অভিনেত্রী দীপিকা পাডুকোন দুজনেই নিজেদের টুইটারের অ্যাকাউন্টের মাধ্যমে এই ছবি প্রকাশ করেছেন। ছবিটিতে ‘চেন্নাই এক্সপ্রেস’ খ্যাত দীপিকা পাডুকোন ও ‘গুন্ডে’ খ্যাত অর্জুন কাপুর ছাড়াও অভিনয় করবেন বলিউডের তিনজন নামি এবং দক্ষ অভিনেতা। তাঁরা হলেন নাসিরুদ্দিন শাহ, ডিম্পল কাপাডিয়া ও পঙ্কজ কাপুর । ছবিটির অফিসিয়াল ট্রেলার মুক্তি পাবে আগামী ৯ জুলাই মুক্তি পাবে। সিনেমাটি আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে।