বিদ্যা বালানের ‘হামারি আধুরি কাহানী'

বিদ্যা বালানের ‘হামারি আধুরি কাহানী'

টেকনো ডেস্ক : বিদ্যা বালান তার ‘ববি জাসুস’ সিনেমার পর নতুন সিনেমার কাজ নিয়ে খুব উৎসাহিত। এই গোয়েন্দা কাহিনীর সিনেমাটি খুব একটা জনপ্রিয়তা না পেলেও তার অভিনয় অসম্ভব প্রশংসিত হয়েছে। এখন তিনি নিজের আসন্ন সিনেমা ‘হামারি আধুরি কাহানী’ র প্রোজেক্ট নিয়ে খুব ব্যস্ত। এই সিনেমাটি পরিচালনা করবেন ‘আশিকি-২’ খ্যাত মোহিত সুরি। এই প্রোজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে বিদ্যা বালান জানান, "আমি মোহিতের সঙ্গে কাজ করতে বহুদিন ধরে চাইছিলাম। তার ‘আশিকি ২’ সিনেমাটা আমার খুব ভাল লেগেছে। ’হামারি আধুরি কাহানী’র গল্পটি খুব সুন্দর একটি প্রেমের গল্প এবং আমি নিশ্চিত মোহিতের এই সিনেমাটিও খুব ভাল হতে যাচ্ছে। "‘হামারি আধুরি কাহানী’ নিয়ে বিদ্যা বালানের এত উৎসাহের অন্য কারণটি হল মহেশ ভাট।’কাহানী’র নায়িকা মহেশ ভাটের খুব বড় ভক্ত এবং আসন্ন সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মহেশ ভাট। বিদ্যার সব সময়ের পছন্দের সিনেমা ‘আর্থ’ এর পরিচালকের লেখা চিত্রনাট্যে কাজ করার সুযোগ পেয়ে অসম্ভব খুশি এই অন্যধারার নায়িকা। মোহিত সুরি আশা করছেন এই সিনেমাটি দর্শকদের খুবই পছন্দ হবে। 

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি