আসিফের সঙ্গে লেমিসের প্রেমের গান

আসিফের সঙ্গে লেমিসের প্রেমের গান ইনফো ডেস্ক ॥ চলচ্চিত্রে এ প্রর্যন্ত যত গানই গেয়েছি সবই আইটেম গান নয়তো প্রতিবাদী কিংবা বিরহের। এবারই প্রথম বড় পর্দার জন্য প্রেমের গান গাইলাম’- বললেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লেমিস। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ‘রাত্রির যাত্রী’ নামের ছবিটির জন্য তৈরি হয়েছে ‘না’ শিরোনামের গানটি। এতে আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লেমিস। এটাই তাদের প্রথম দ্বৈত গান। নতুন গানটির কথা লিখেছেন পরিচালক হাবিব, সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজেশ। আসিফ বলেছেন, ‘লেমিসের গায়কীটা একই সঙ্গে মেজাজিও রোমান্টিক মনে হয়েছে আমার। চর্চা ধরে রাখলে অনেকদূর যাবে ও।’