নাটকে প্রথম টুটুল চৌধুরী-শবনম ফারিয়া

নাটকে প্রথম টুটুল চৌধুরী-শবনম ফারিয়া ইনফো ডেস্ক ॥ বিশেষত নাট্যনির্মাতা অঞ্জন আইচের নির্দেশনায় টুটুল চৌধুরী যে ক'টি টিভি নাটক এবং টেলিফিল্মে অভিনয় করেছেন প্রত্যেকটিতে টুটুলের অভিনয় বশে প্রশংসিত হয়েছে। যে কারণে পরিচালক অঞ্জন আইচ-ও তার নাটক টেলিফিল্মে টুটুলকে নিয়ে কাজ করতে একটু বেশিই স্বাচ্ছন্দ্যবোধ করেন। স্বাচ্ছন্দ্যতার সে জায়গা থেকেই পরিচালক অঞ্জন আইচ আবারো টুটুল চৌধুরীকে নিয়ে এবার নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করেছেন গত বৃহস্পতিবার থেকে রাজধানীর অদূরে সোহাগ পল্লীতে। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় টুটুল কাজ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাস'-এ। এতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন টুটুল চৌধুরী ও শবনম ফারিয়া। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে টুটুল চৌধুরী বলেন, ‘অঞ্জন আইচের নাটকে কাজ করতে সবসময়ই আমার ভালোলাগে। কারণ আমার চরিত্র সবসময়ই চ্যালেঞ্জিং চরিত্র থাকে। যে কারণে একজন অভিনেতা হিসেবেও চরিত্র নিয়ে খেলতে পারি। নতুন ধারাবাহিক নাটকে কাজ করতে বেশ ভালোলাগছে। শবনম ফারিয়ার সঙ্গে এটা প্রথম কাজ হলেও তিনি বেশ আন্তরকি এবং সহযোগী মনোভাবাপন্ন।’ শবনম ফারিয়া গত তিন মাস যাবত নাট...