নাটকে প্রথম টুটুল চৌধুরী-শবনম ফারিয়া

নাটকে প্রথম টুটুল চৌধুরী-শবনম ফারিয়া 

ইনফো ডেস্ক ॥ বিশেষত নাট্যনির্মাতা অঞ্জন আইচের নির্দেশনায় টুটুল চৌধুরী যে ক'টি টিভি নাটক এবং টেলিফিল্মে অভিনয় করেছেন প্রত্যেকটিতে টুটুলের অভিনয় বশে প্রশংসিত হয়েছে। যে কারণে পরিচালক অঞ্জন আইচ-ও তার নাটক টেলিফিল্মে টুটুলকে নিয়ে কাজ করতে একটু বেশিই স্বাচ্ছন্দ্যবোধ করেন। স্বাচ্ছন্দ্যতার সে জায়গা থেকেই পরিচালক অঞ্জন আইচ আবারো টুটুল চৌধুরীকে নিয়ে এবার নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করেছেন গত বৃহস্পতিবার থেকে রাজধানীর অদূরে সোহাগ পল্লীতে। অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় টুটুল কাজ করছেন নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাস'-এ। এতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন টুটুল চৌধুরী ও শবনম ফারিয়া। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে টুটুল চৌধুরী বলেন, ‘অঞ্জন আইচের নাটকে কাজ করতে সবসময়ই আমার ভালোলাগে। কারণ আমার চরিত্র সবসময়ই চ্যালেঞ্জিং চরিত্র থাকে। যে কারণে একজন অভিনেতা হিসেবেও চরিত্র নিয়ে খেলতে পারি। নতুন ধারাবাহিক নাটকে কাজ করতে বেশ ভালোলাগছে। শবনম ফারিয়ার সঙ্গে এটা প্রথম কাজ হলেও তিনি বেশ আন্তরকি এবং সহযোগী মনোভাবাপন্ন।’ শবনম ফারিয়া গত তিন মাস যাবত নাটকে নিয়মিত হয়েছেন।’ভাইরাস’ তার চতুর্থ ধারাবাহিক নাটক। শবনম ফারিয়া বলেন, ‘নাটকের গল্প শুনেই ভীষণ ভালোলেগেছে। তাছাড়া নির্মাতা হিসেবে অঞ্জন দা অসাধারণ। টুটুল ভাইয়ের সঙ্গে প্রথম কাজ, বেশ উপভোগ করছি।’ খুব শিগগিরই টুটুলথশবনম ফারিয়ার নতুন ধারাবাহিক নাটক ‘ভাইরাস’ একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে সাম্প্রতিক সময়ে টুটুল চৌধুরী অভিনীত আলোচিত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অঞ্জন আইচের ‘সাইকেল ওয়ালার স্বপ্ন', ‘গণিত স্যার', ‘নক্ষত্রের গান', ‘বদনাম’ , ‘জল ফড়িং-এর গান’ , ‘চন্দ্রাবতী', ‘দর্পহরণ', কায়সার আহমেদের ‘ক্যাঠায় কইছে ভালোবাসা ভালো না’, ‘পুতুল রহস্য’ ইত্যাদি। টুটুল চৌধুরী'র নাট্যকার হিসেবেও অভিষেক ঘটেছে। মিজানুর রহমান লাবু নির্মাণ করেছেন টুটুলের রচিত ‘সুচনার সমাপন’।’অনিশ্চিত যাত্রা’ টুটুল অভিনীত প্রথম চলচ্চিত্র। এদিকে ২০১৩ সালে ভালোবাসা দিবসে শবনম ফারিয়া আদনান আল রাজীবের নির্দেশনায় ‘@ এইটিনÑ অলটাইম দৌড়ের উপর’ নাটকে প্রথম কাজ করেন। মাঝে ইংরেজি সাহিত্যে অনার্স সম্পন্ন করা নিয়ে ব্যস্ত থাকায় অভিনয় করতে পারেননি। তবে গত রোজার ঈদ থেকে তিনি আবারো ব্যস্ত হয়ে উঠেছেন। রোজার ঈদে রেদওয়ান রনির নির্দেশনায় তিনি অভিনয় করেছেন ‘সুবণপুর কতোদূর’ নাটকে। গত কোরবানীল ঈদে তিনি অভিনয় করেছেন কমল চৌধুরীর নির্দেশনায় সাত পবের্র ধারাবাহিক নাটক ‘স্ক্রু ড্রাইভার’ ও তানিম রহমান অংশুর ‘দুই অংশে শেষ একটাই’ নাটকে। এ পর্যন্ত শবনম ফারিয়া প্রায় ১২টি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে কাজ করেছেন।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি