Posts

Showing posts with the label Sana

সানার গ্র্যান্ড মাস্তি

Image
MEn || বলিউডের প্রাপ্ত বয়স্ক ছবি ‘গ্র্যান্ড মাস্তি’র সিক্যুয়াল ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’তে অভিনয় করবেন বিগ বস ও ফিয়ার ফ্যাক্টর খ্যাত হট অভিনেত্রী সানা খান। তবে এ অভিজ্ঞাতাটা সানার জন্য নতুন নয়। এর আগেও তিনি ২০০৫ সালে কম বাজেটের একটি প্রাপ্তবয়স্ক ছবিতে অভিনয় করেছেন। এরপর অবশ্য স্রোতে গা ভাসাননি। কাজ করেছেন বেশ কিছু টিভি সিরিয়াল ও বিজ্ঞাপন চিত্রে। এ পর্যন্ত ৫০টিরও বেশি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। বিগ বসে সুযোগ পান ২০১২ সালে। অভিনয় করেছেন একাধিক তামিল ছবিতে। আর বলিউডের ছবি সর্বশেষ দেখা গিয়েছিল সালমানের ‘জয় হো’তে। বিতর্ক ও আছে এই তারকাকে ঘিরে। এ পর্যন্ত দুবার গ্রেপ্তার হতে হয়েছিল সানাকে। দুবারই অবশ্য জামিনে ছাড়া পান।