সানার গ্র্যান্ড মাস্তি


MEn || বলিউডের প্রাপ্ত বয়স্ক ছবি ‘গ্র্যান্ড মাস্তি’র সিক্যুয়াল ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’তে অভিনয় করবেন বিগ বস ও ফিয়ার ফ্যাক্টর খ্যাত হট অভিনেত্রী সানা খান।
তবে এ অভিজ্ঞাতাটা সানার জন্য নতুন নয়। এর আগেও তিনি ২০০৫ সালে কম বাজেটের একটি প্রাপ্তবয়স্ক ছবিতে অভিনয় করেছেন। এরপর অবশ্য স্রোতে গা ভাসাননি। কাজ করেছেন বেশ কিছু টিভি সিরিয়াল ও বিজ্ঞাপন চিত্রে।
এ পর্যন্ত ৫০টিরও বেশি বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। বিগ বসে সুযোগ পান ২০১২ সালে। অভিনয় করেছেন একাধিক তামিল ছবিতে। আর বলিউডের ছবি সর্বশেষ দেখা গিয়েছিল সালমানের ‘জয় হো’তে।
বিতর্ক ও আছে এই তারকাকে ঘিরে। এ পর্যন্ত দুবার গ্রেপ্তার হতে হয়েছিল সানাকে। দুবারই অবশ্য জামিনে ছাড়া পান।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি