Posts

Showing posts with the label Kongona.

ভীষণ অন্যরকম কঙ্কণা

Image
ভীষণ অন্যরকম কঙ্কণা  ইনফো ডেস্ক : অপর্ণা সেনের ফিল্মী ক্যারিয়ারের উত্তরসূরি হিসেবে মাত্র চার বছর বয়স থেকে সিনেমার পথে হাঁটা কঙ্কনার বর্তমানের বৈচিত্র্যটা বেশ চোখে পড়ার মতো। সবসময় বাঙালি ঘরানার সাদামাটা কঙ্কনা প্রথমবার বেশ চমকে দিয়েছিলেন গেল বছর। এমনিতে স্বামী রনভীর সুরী আর ছেলে হারুনকে নিয়ে নিরুপদ্রব নির্ঝঞ্ঝাট জীবনযাপনে অভ্যস্ত কঙ্কনা হঠাৎই ভীষণ আবেদনময়ী পোজ দিয়েছিলেন ম্যাক্সিম ম্যাগাজিনের জন্য। কঙ্কনা ভক্তদের কাছে বিষয়টা চমকে ওঠার মতো হলেও করে সাফাই গেয়ে তিনি বলেছেন, ‘নিজের শারীরিক সৌষ্ঠব লুকিয়ে রেখে ভদ্রলোক সাজার মানে হয় না। একজন নারী হিসেবে নিজের দৈহিক সৌন্দর্যটুকু পরিশিলীতভাবে উপস্থাপনের মধ্যে খারাপ কিছু নেই।’ মা অপর্ণার তরফ থেকে ঘোষণা এলো, আবারও পর্দায় তিনি তুলে আনবেন মিস্টার ও মিসেস আইয়ারকে এবং যথারীতি কঙ্কনা ও রাহুলের মাধ্যমেই চিত্রায়িত করবেন আইয়ার যুগলের প্রেমোপাখ্যান। সেই রেসিপি এখনও অঙ্কুর পর্যায়ে থাকলেও এর আগেই অবশ্য আরেক অনবদ্য গল্পে বিনয় পাঠকের বিপরীতে অভিনয় করছেন মিসেস দাসের চরিত্রে চরিত্রাঙ্কিত। সিনেমাটিক যাত্রার এখানেই শেষ নয়। পাইপলাইনে আছে ব্যোমকেশ বকশীর পরবর...