রণবীরকে নিয়ে আতংকে পরিণীতি

রণবীরকে নিয়ে আতংকে পরিণীতি ইনফো ডেস্ক ॥ সিনেমার জন্য অভিনেতাদের প্রায়শই নগ্ন হতে দেখা যায়। আর বলিউডের জন্য এই ব্যাপারটি নতুন কিছুই নয়। কিন্তু সিনেমার শুটিংয়ের প্রয়োজনের বাইরেও প্যান্ট ছাড়াই ঘুরে বেড়াতে দেখা যায় এক তারকাকে। তবে এমনও শোনা যায়, এই তারকার ব্যক্তিগত ভ্যানে প্রবেশের আগে সহকর্মীরা বেশ আতংকেই থাকেন। তবে কে সেই তারকা যিনি প্যান্ট ছাড়াই ঘুরে-বেড়ান শুটিং স্পটে? অন্যরা যে পোশাক বা লুক নিয়ে এক্সপেরিমেন্ট করার কথা ভাবতেই পারেন না, বলিউডের জনপ্রিয় নায়ক রণবীর সিং অনায়াসে তা করে দেখান। সাহস তার বরাবরই বেশি। তবে শুধুমাত্র স্টাইল বা লুক নিয়েই এক্সপেরিমেন্ট করে তিনি ক্ষান্ত হন না। মাঝে মধ্যে তো পরনের প্যান্ট ছাড়াই সেটে ঘুরে বেড়ান রণবীর সিং। হ্যাঁ, ঠিক এমনটাই জানিয়েছেন ‘কিল দিল’-এ তার সহ-অভিনেত্রী পরিণীতি চোপড়া। এমনিতে অন্য কোনও সহ-অভিনেতার মেক-আপ ভ্যানে ঢোকার আগে বিশেষ চিন্তা করেন না তিনি। কিন্তু রণবীরের ভ্যানে ঢোকার আগে হাজার বার চিন্তা করেন এবং অবশ্যই রণবীরকে জিজ্ঞাসা করে তবে প্রবেশ করেন ভিতরে। কেন? কারণ রণবীর বিশ্রাম নিচ্ছেন কিনা এই চিন্তা নয়, তিনি তটস্ত থাকেন এই ভেবে যে ত...