একের পর এক রহস্যের জন্ম দিয়ে লুকোচুরি খেলেই চলেছেন শাবনূর!

একের পর এক রহস্যের জন্ম দিয়ে লুকোচুরি খেলেই চলেছেন শাবনূর! ইনফো ডেস্ক ॥দেশীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী শাবনূরের লুকোচুরি খেলা চলছে অনেকটা মেগাসিরিয়ালের মতোই। চলচ্চিত্রে আসার পর থেকেই ভাল অভিনেত্রী হওয়ার যোগ্যতায় নিজেকে নিয়ে নানারকম লুকোচুরি খেলছেন শাবনূর। প্রেম, বিয়ে, শিডিউল ফাঁসানো, দেরি করে শুটিংয়ে যাওয়া, পারিবারিক নানা ঘটনাবলি- সবকিছু নিয়েই তার লুকোচুরির যেন শেষ নেই। চলচ্চিত্রে ক্যারিয়ারের অবস্থান শূন্যের কোঠায় পৌঁছলেও শাবনূরের মধ্যে কোন পরিবর্তন নেই। গোপনে বিয়ে, সন্তান হওয়ার আগে হঠাৎ করেই আবার বিয়ে এবং স্বামীর নাম ঘোষণা, অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের চেষ্টা, সর্বোপরি সন্তান নিয়ে দেশে ফেরার পরও তার লুকোচুরি থামছে না। শুধু মিডিয়া থেকেই নয়, একসময় যে ক’জন প্রযোজক পরিচালক ছিলেন তার সবচেয়ে কাছের মানুষ, তাদের সঙ্গে দেখা পর্যন্ত তিনি করছেন না রহস্যময়ী নায়িকা হিসেবে পরিচিত শাবনূর। তাকে নিয়ে দু’টি ছবি পরিচালনা করেছেন এমন একজন পরিচালক শত চেষ্টা করেও এ যাত্রায় শাবনূরের সঙ্গে দেখা করতে পারেননি। দু’দিন বাসার নিচে থেকে ফিরে এসেছেন। একদিন তাকে জানানো হয় শাবনূর ছেলেকে নিয়ে ডাক্তা...