Posts

Showing posts with the label মা হতে আজ ব্যাংকক যাচ্ছেন বর্ষা

মা হতে আজ ব্যাংকক যাচ্ছেন বর্ষা

Image
মা হতে আজ ব্যাংকক যাচ্ছেন বর্ষা  ইনফো ডেস্ক ॥ আজ ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন চিত্রনায়িকা বর্ষা। সঙ্গে থাকবেন স্বামী আলোচিত নায়ক অনন্ত জলিল। তবে শপিং কিংবা শুটিং নয়, সন্তান জন্ম দিতেই এবার ব্যাংকক যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এই দম্পতি। গতকাল রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বর্ষা লেখেন, ‘আগামীকাল একমাসের জন্যে ব্যাংকক যাচ্ছি, আমার অনাগত সন্তানের জন্যে আর অপেক্ষা করতে পারছি না। সবাই আমার এবং আমার অনাগত সন্তানের জন্যে দোয়া করবেন।’ উল্লেখ্য, অনন্ত-বর্ষা দুজনেই চেয়েছিলেন তাদের প্রথম সন্তান যেন ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে জন্মগ্রহণ করে। বর্ষা বর্তমানে চিকিৎসক তাহমিনা বেগমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।