জায়েদ খান ১০০, বাপ্পি চৌধুরী ১০০!

জায়েদ খান ১০০, বাপ্পি চৌধুরী ১০০! ইনফো ডেস্ক : মাঠের ক্রিকেট যেন পেয়ে বসেছে ঢালিউডকেও। এখন কোন পরিচলকই আর ১০০’র কম সিনেমা হলে তাদের সিনেমা মুক্তি দাতে চাইছেন না। তারই ধারাবাহিকতায় এবার ১০০’র কোঠা পাড়ি দিতে যাচ্ছেন জনপ্রিয় নায়ক জায়েদ খান ও বাপ্পি চৌধুরী। জানা গেছে, আগামী মাসেই মুক্তি পাবে জায়েদ খান ও বাপ্পি চৌধুরীর দুটি সিনেমা। এর মধ্যে বাপ্পির ‘অনেক সাধের ময়না’ ছবিটি মুক্তি পাবে ৭ নভেম্বর। আর জায়েদের ‘প্রেম করবো তোমার সাথে’ মুক্তি পাবে ১৪ নভেম্বর। আর এ দুটি সিনেমাই মুক্তি পাবে ১০০ সিনেমা হলে। মুক্তির সময় যত ঘনিয়ে আসছে, ততই দর্শক, হলমালিক ও বুকিং এজেন্টদের পাশাপাশি মিডিয়াতেও আগ্রহ বাড়ছে ‘অনেক সাধের ময়না’ ছবিটি নিয়ে। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। শুধু তাই নয়, ছবিটি নিয়ে বুকিং এজেন্টদের মধ্যেও বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানায়, ইতিমধ্যে ৫০টি সিনেমা হলে ছবিটি প্রদর্শনের জন্য চূড়ান্ত কথাবার্তা হয়েছে। আরও কিছু সিনেমা হলের মালিকদের সঙ্গে কথা চলছে। সব মিলিয়ে প্রায় ১০০টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হবে এ ছবিটি। অন্যদিকে, ত্রিভুজ প্রে...