জায়েদ খান ১০০, বাপ্পি চৌধুরী ১০০!


জায়েদ খান ১০০, বাপ্পি চৌধুরী ১০০! 

 ইনফো ডেস্ক : মাঠের ক্রিকেট যেন পেয়ে বসেছে ঢালিউডকেও। এখন কোন পরিচলকই আর ১০০’র কম সিনেমা হলে তাদের সিনেমা মুক্তি দাতে চাইছেন না। তারই ধারাবাহিকতায় এবার ১০০’র কোঠা পাড়ি দিতে যাচ্ছেন জনপ্রিয় নায়ক জায়েদ খান ও বাপ্পি চৌধুরী।
জানা গেছে, আগামী মাসেই মুক্তি পাবে জায়েদ খান ও বাপ্পি চৌধুরীর দুটি সিনেমা। এর মধ্যে বাপ্পির ‘অনেক সাধের ময়না’ ছবিটি মুক্তি পাবে ৭ নভেম্বর। আর জায়েদের ‘প্রেম করবো তোমার সাথে’ মুক্তি পাবে ১৪ নভেম্বর। আর এ দুটি সিনেমাই মুক্তি পাবে ১০০ সিনেমা হলে। মুক্তির সময় যত ঘনিয়ে আসছে, ততই দর্শক, হলমালিক ও বুকিং এজেন্টদের পাশাপাশি মিডিয়াতেও আগ্রহ বাড়ছে ‘অনেক সাধের ময়না’ ছবিটি নিয়ে। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। শুধু তাই নয়, ছবিটি নিয়ে বুকিং এজেন্টদের মধ্যেও বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া জানায়, ইতিমধ্যে ৫০টি সিনেমা হলে ছবিটি প্রদর্শনের জন্য চূড়ান্ত কথাবার্তা হয়েছে। আরও কিছু সিনেমা হলের মালিকদের সঙ্গে কথা চলছে। সব মিলিয়ে প্রায় ১০০টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হবে এ ছবিটি। অন্যদিকে, ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘প্রেম করবো তোমার সাথে’ সিনেমাটি। সিনেমাটিতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম। এ ছবিটিও মুক্তি পাবে ১০০ সিনেমা হলে।  সিনেমা প্রসঙ্গে জায়েদ খান বলেন, প্রেম করবো তোমার সাথে চলচ্চিত্রটির মধ্যে যেমন রয়েছে অ্যাকশন তেমনি রয়েছে রোমান্টিক চিত্র। সিনেমাটিতে অনেক শ্রম দিয়েছি। সবমিলিয়ে আশা করছি, ছবিটি মুক্তির পর সকলেই হলে গিয়ে সিনোমটি দেখবেন। ছবিটি সবার ভালো লাগবে। এতে গান রয়েছে মোট ৬টি। এগুলো গেয়েছেন কুমার বিশ্বজিৎ, মনির খান, রুপম, আরফিন রুমি, রাজীব, কিশোর, নাওমি, টিনা ও মুন। গান লিখেছেন কবির বকুল, আহমেদ ইমতিয়াজ বুলবুলসহ অনেকে। সুর ও সংগীতায়োজন করেছেন, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, আরফিন রুমি ও তানভীর তারেক।

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি