ঐশ্বরিয়ার সাথে কাজ করতে চলেছেন শ্রদ্ধা কাপুরের ভাই!

ঐশ্বরিয়ার সাথে কাজ করতে চলেছেন শ্রদ্ধা কাপুরের ভাই! বিনোদন: শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধার্থ কাপুর বর্তমানে আনন্দে ভেসে বেড়াচ্ছেন। আর কেনই বা আনন্দিত হবে না বলুন? স্বপ্নের নায়িকার সঙ্গে সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ২০১৩ সালে ‘শ্যুটআউট অ্যাট ওয়াডলা’ দিয়ে বলিউডে পা রাখা সিদ্ধার্থ কাপুর। তিনি আসলে সঞ্জয় গুপ্তর ‘জসবা’ সিনেমাতে কাজ করছেন। ঐশ্বরিয়া রায়ও এই সিনেমায় অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন পর আবার বলিউড সিনেমায় ফিরে আসছেন। তাই স্বপ্নের নায়িকার সঙ্গে কাজ করার প্রস্তাব পাওয়া থেকেই সিদ্ধার্থ এক প্রকার পাগলই হয়ে গেছেন। সিদ্ধাথের্র এই সিনেমাতে কাজ করার কথা পরিচালক ‘মুম্বাই মিরর’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন। সিনেমাতে ঐশ্বরিয়া একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন। অন্যদিকে সিদ্ধার্থ এমন চরিত্রে অভিনয় করছেন যিনি মানসিকভাবে কারও কাছে সাহায্যপ্রার্থী। এছাড়া সিনেমাতে ইরফান খান একজন বহিষ্কৃত পুলিশ কর্মকর্তা এবং তার অধ্যাপিকা মায়ের চরিত্রে অভিনয় করছেন শাবানা আজমী।