সমালোচনায় নায়ক-নায়িকারাও

সমালোচনায় নায়ক-নায়িকারাও ইনফো ডেস্ক : শুধুমাত্র সমালোচকরাই নন, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে শুরু করে দর্শকদের মুখে মুখে, সর্বত্রই কেবল ব্যাঙ্গাত্মক আলোচনার বিষয় হয়ে উঠেছে সিনেমাটি। বক্স অফিসে মুখ থুবড়ে না পড়লেও সিনেমাটি আহামরি খুব কিছু সাফল্য লাভ করতে পারেনি। তবে এত সমালোচনার ভিড়েও পরিচালকের দাবী, এটাই তার জীবনের সেরা কাজ! এটা পরিচালকের অহংকার হোক বা যাই হোক, এবার মিডিয়ার সম্মুখে ‘হামসকলস’ সিনেমাটি নিয়ে সমালোচনা করছে খোদ নায়ক নায়িকারাও! এ ছবিতে কাজ করা তাদের ভুল সিদ্ধান্ত তা বলতে শুরু করেছেন। ‘হামসকলস’ ছবিটির প্রধান নায়ক সাইফ আলি খান একটি বিশেষ সাক্ষাৎকারে রীতিমতো ক্ষোভ প্রকাশ করে জানান, এই সিনেমাটিতে কাজ করা তাঁর একটি ভুল সিদ্ধান্ত। তিনি বলেন, ‘এই ছবিটির সেইভাবে কোনো চিত্রনাট্যই ছিল না, সাজিদ আমাকে যা করতে বলেছিল আমি তাই করেছি। কিন্তু এই সিনেমার হিউমারের ধরন আমি নিজেই পছন্দ করিনি এবং এই সিনেমায় আমি যা নই তা হওয়ার চেষ্টা করেছি। তাই দর্শকরা পছন্দ করেন নি, ।’ এর সঙ্গে সাইফ আরও জানান যে তিনি এই সিনেমাটি নিয়ে আর একটুও ভাবতে চান না বরং আসন্ন সিনেমা ‘হ্যাপি এন্ডিং’-এর কাজে মন দিতে...