ওদের’ ধ্যান-ধারণায় ও অনুভূতিতে নজরুল

MEn || গতকাল সোমবার জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে । এ নিয়ে নিজেদের অনুভূতির কথা জানালেন সঙ্গীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা ও ফেরদৌস আরা। নজরুল সম্পর্কে যা বললেন এই দুই গুণি শিল্পী। ফেরদৌস আরা : নজরুলসঙ্গীতের চর্চা নিয়ে আমার কোনো শুরু নেই। ছোটবেলা থেকেই আমি গান গাইতাম। একপর্যায়ে অবচেতন মনেই কিছু সুর আমাকে বেশি টানত। বড় হয়ে জানতে পারলাম, আমি যে গান গাই, সেগুলো আসলে নজরুলের। এভাবে একটা অমোঘ আকর্ষণ ও অবচেতনভাবে নজরুলের গানের সঙ্গে নিজেকে বেঁধে ফেলেছি। আর এখনো সেই নজরুলকে নিয়েই কাজ করে চলেছি। জীবনের এতটা সময় নজরুলসঙ্গীতের মধ্য দিয়ে কাটিয়ে দেয়ার একটা কারণও আছে। তার গানের সুর, লয়, তাল ও ছন্দের যে বৈচিত্র্য, সেটা আসলেই প্রচ- শক্তিশালী। এ বৈচিত্র্যই আমাকে