ওদের’ ধ্যান-ধারণায় ও অনুভূতিতে নজরুল


MEn || গতকাল  সোমবার জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে । এ নিয়ে নিজেদের অনুভূতির কথা জানালেন সঙ্গীতশিল্পী ফাতেমা-তুজ-জোহরা ও ফেরদৌস আরা। নজরুল সম্পর্কে যা বললেন এই দুই গুণি শিল্পী।

ফেরদৌস আরা : নজরুলসঙ্গীতের চর্চা নিয়ে আমার কোনো শুরু নেই। ছোটবেলা থেকেই আমি গান গাইতাম। একপর্যায়ে অবচেতন মনেই কিছু সুর আমাকে বেশি টানত। বড় হয়ে জানতে পারলাম, আমি যে গান গাই, সেগুলো আসলে নজরুলের। এভাবে একটা অমোঘ আকর্ষণ ও অবচেতনভাবে নজরুলের গানের সঙ্গে নিজেকে বেঁধে ফেলেছি। আর এখনো সেই নজরুলকে নিয়েই কাজ করে চলেছি।
জীবনের এতটা সময় নজরুলসঙ্গীতের মধ্য দিয়ে কাটিয়ে দেয়ার একটা কারণও আছে। তার গানের সুর, লয়, তাল ও ছন্দের যে বৈচিত্র্য, সেটা আসলেই প্রচ- শক্তিশালী। এ বৈচিত্র্যই আমাকে
এখন পর্যন্ত ধরে রেখেছে। এর চেয়েও বড় কথা, নজরুলের গান গাইলে একজন সঙ্গীতশিল্পী যেকোনো ধরনের গানই গাইতে পারেন।

নজরুল ইসলামকে শুধু বিদ্রোহী শব্দটা দিয়ে একটি পরিচয়ের মধ্যে আটকে রাখা হচ্ছে বলে আমার মনে হয়। এক কথায় তাকে বিদ্রোহী বলা যাবে না। উনি মানবতার কবি, সাম্যের কবি, অসাম্প্রদায়িক কবি। তাকে যেভাবেই ডাকা হোক না কেন, তা যেন এ শব্দগুলোকে ঘিরেই হয়। আসলে তিনি তো একজন বা একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আসেননি। তিনি এসেছেন সবার জন্য।

 তাই নজরুল জনমানুষের চেতনায় থাকবেন। আপামর মানুষের ভেতর নজরুলের যে চেতনা আছে, এটাকে তুলে ধরতে হবে। এদিক থেকে নতুন প্রজন্ম নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। দেশের তরুণ প্রজন্মের শিল্পীরা নজরুল চর্চা করছেন। এ প্রজন্ম অনেক দূর এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আর নিজের কথা বলতে গেলে, অবুঝ শিশু হূদয়ে আমার মাঝে যখন নজরুলের স্থান হয়েছে, তখন থেকে সাধনা করে এত দূর এসেছি। সেই জায়গা থেকে বলতে পারি, বাকি জীবনটা নজরুল চর্চা করেই কাটিয়ে দেব। নজরুলই আমার ধ্যান-সাধনা।  

Comments

Popular posts from this blog

ভালোবাসাই যথেষ্ট নয়'তে তারা তিনজন

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

ম্যাগাজিনে হট নার্গিস ফাখরি