Posts

Showing posts with the label Monalisa

ফেসবুকে ফ্যানপেজ খুললেন মোনালিসা

Image
ফেসবুকে ফ্যানপেজ খুললেন মোনালিসা   ইনফো ডেস্ক ॥ নিজের আসল নামে মডেল অভিনেত্রী মোনালিসার একটি ফেসবুক একাউন্ট থাকলেও তার নামে বিভিন্ন ‘ ফ্যানপেজ ’ চালু আছে । সেগুলো বন্ধ করতেই এবার মোনালিসা নিজের উদ্যোগেই অফিসিয়ালি একটি ‘ ফ্যানপেজ ’ খুলেছেন । এটি তিনি নিজেই পরিচালনা করছেন । কারণ তার নামে ‘ ফ্যানপেজ ’ খুলে নানানজন যত্রতত্রভাবে তা ব্যবহার করছেন যা ভক্তদের মধ্যে মোনালসাকে কে নিয়ে মাঝে মাঝে বিরূপ প্রতিক্রিয়াও দেখা দেয় । বিষয়টি মোনালিসা অবগত হয়ে বিস্ময় এবং ভীষণ দুঃখও প্রকাশ করেছেন । মুঠোফোনে যুক্তরাষ্ট্র থেকে মোনািলসা বলেন , ‘ অনেক কষ্ট , সাধনার পর একজন মডেল এবং অভিনেত্রী হিসেবে আমি একটি অবস্থানে এসেছি । কিন্তু আমার সে অবস্থান ভক্তদের কাছে নষ্ট করার জন্য এই ধরনের ভুয়া ফ্যানপেজ ভীষণ ক্ষতিকর । যে বা যারাই আমার ফেসবুক ফ্যানপেজ পরিচালনা করছেন তার প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আপনার যদি আমার দেশের শিল্পের প্রতি , শিল্পীদের প্রতি যথাযথ শ্রদ্ধা আর ভালোবাসা থাকে তাহলে এভাবে ফ্যানপেজ পরিচালনা করা থেকে নিজেকে বিরত রাখুন । কারণ আপনি বা আপনারা যা করছেন তা ভীষণ বিব্রত কর এবং শিল্প...