Posts

Showing posts with the label Indian Cinema

দেবের সাথে কাজ করবেন মিষ্টি

Image
দেবের সাথে কাজ করবেন মিষ্টি ইনফো ডেস্ক ॥ ঢালিউডের নবাগত মিষ্টির প্রথম ছবি ‘লাভ স্টেশন’ মুক্তি পেয়েছে গত ৫ সেপ্টেম্বর। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। গত রবিবার এ নায়িকা জানিয়েছেন, এবার নাকি তিনি কলকাতার নায়ক দেবের সঙ্গেও অভিনয় করতে যাচ্ছেন! তিনি জানান, ঢাকা এবং কলকাতার যৌথ প্রযোজনায় ছবিটির বাংলাদেশের অংশটি পরিচালনা করবেন সজল আহমেদ। মিষ্টি বলেন, ছবিটি নিয়ে অনেকদিন ধরেই কথা চলছে। কয়েকদিন আগে মৌখিকভাবে সব চূড়ান্ত করা হয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি বাকি। খুব শিগগিরই আমি আর পরিচালক সজল আহমেদ কলকাতা যাব। সেখানেই সাইন হবে। তিনি আরও বলেন, আমি সত্যিই আনন্দিত। চেষ্টা করব নিজেকে আরও ভালোভাবে মেলে ধরতে। ছবিটির শ্যুটিং আগামী নভেম্বর মাসে শুরু হতে পারে বলে জানিয়েছেন মিষ্টি। কলকাতা থেকে প্রযোজক রমেশ দাশগুপ্ত ছবিটি প্রযোজনা করলেও এখনও সেখানকার পরিচালক ঠিক হয়নি। এ বিষয়ে পরিচালক সজল  বলেন, ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে দেবের সঙ্গে আমার মৌখিক কথা হয়েছে। তিনিও আগ্রহ প্রকাশ করেছেন। আর ছবিটি নিয়ে একদিকে যেমন আমি আনন্দিত অন্যদিকে কিছুটা শঙ্কিতও। কারণ যৌথ প্রযোজনার ছবি নিয়ে বাংলাদেশে...

এবার জ্যাকুলিনে মজেছেন সালমান

Image
এবার জ্যাকুলিনে মজেছেন সালমান  ইনফো ডেস্ক : ক্যাটরিনার সঙ্গে সম্পকের্র ইতি ঘটার পর কিছুদিন একাই ছিলেন সালমান খান। গুঞ্জন চলছে, এবার জ্যাকুলিনে মজেছেন সালমান। অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে তিন কামরার একটি ফ্ল্যাট উপহার দিয়ে দিলেন সালমান খান। শ্রীলঙ্কান এই সুন্দরীও নিজের পুরোনো ঠিকানা ছেড়ে বান্দ্রার ওই ফ্ল্যাটে উঠেছেন। ফ্ল্যাট উপহার দিয়ে সেই গুঞ্জনকে আরও উসকে দিলেন ৪৮ বছর বয়সী এই অভিনেতা। এমনকি ‘কিক’ ছবির একটি গানের দৃশ্যে নিজে থেকেই জ্যাকুলিনের সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয়ের আগ্রহ দেখান সালমান। তবে এই সম্পকের্র নাম ‘প্রেমিকা’ নাকি তা অবশ্য স্পষ্ট বলেননি। তবে জ্যাকুলিন ফ্ল্যাট পাওয়ার পর মজা করে বলেছেন, ‘সালমান এখন থেকে আমার রুমমেট।’

সানির কি হল?

Image
সানির কি হল? ইনফো ডেস্ক : অভিনয় সত্ত্বাকে শিকেয় তুলে শরীরী হিল্লোলেই বক্স অফিস মাত করেছেন এই ইন্দো-কানাডিয়ান পর্ণস্টার সানি লিওনের একি হল! বিকিনি ছেড়ে বই-খাতা হাতে তুলে নিলেন তিনি! ব্ল্যাকবোর্ড, কোয়েশ্চেন পেপার, পরীক্ষার হল এসবই নাকি এখন রয়েছে তাঁর জীবন জুড়ে? তাঁর মায়াবী ঠোঁটের সিক্ততা যে পুরুষ ভক্তদের হৃদয়ে ঝড় তোলে তারা যে অনশনে বসবেন! আসলে সানি এবার স্কুল টিচারের ভূমিকায়। বলিউডে প্রেজেন্ট প্লিজের পর এবার তামিল সিনেমাতেও হাজির এই পর্ণস্টার জি নাগেশ্বরা রেড্ডির পরিচালনায় ‘কারেন্ট তেগা’-তে মনোজ মাঞ্চুর নায়িকা হবেন বলি টাউনের‘বেবি ডল জানা গিয়েছে ‘ভারুথাবাদাথা ভালিবার সঙ্গম’ সিনেমার রিমেক হিসাবে তৈরি হচ্ছে আসন্ন ছবিটি মোমগলা ত্বকের মুগ্ধতায়, তীব্র সুখের আবেশে পর্দায় সানির শরীর খেলায় বশ হয়েছেন দর্শক এবার সানির ক্লাসরুমে স্টুডেন্ট অ্যাটেনডেন্স কেমন থাকে সেদিকেই তাকিয়ে বিনোদন দুনিয়া।

একই পণ্যের বিজ্ঞাপনে দু’তারকা

Image
একই পণ্যের বিজ্ঞাপনে দু’তারকা http://my1info.blogspot.com/  ইনফো ডেস্ক : সমকালীন দুই অভিনেত্রী এক ফ্রেমে একই পণ্যের মডেল হচ্ছেন। তারা হলেন প্রিয়াঙ্কা চোপড়া ও সোনাক্ষী সিনহা। প্যান্টিনের নতুন একটি বিজ্ঞাপনচিত্রের কাজ করবেন তারা। যদিও সময় ফাঁকা না থাকায় দু’জনের কাজ হবে ভিন্ন ভিন্ন দিনে। সোনাক্ষীর মুখপাত্র জানান, একই বিজ্ঞাপন চিত্রে মডেল হলেও একসঙ্গে কাজ করবেন না তারা। ব্যস্ত সময়সূচির কারণেই এমন হচ্ছে। প্রিয়াঙ্কা এখন মেরি কমের জীবনীনিভর্র ছবি এবং জোয়া আখতারের ‘দিল ধাড়কানে দো’ ছবিতে অভিনয় করছেন। অন্যদিকে সোনাক্ষী ব্যস্ত ‘অ্যাকশন জ্যাকসন’ এবং ‘তেভার’ ছবির কাজ নিয়ে।