ফের জুটি হলেন শাহরুখ-কাজল

ফের জুটি হলেন শাহরুখ-কাজল ইনফো ডেস্ক: সালটা ২০১০। শেষ বারের মতো তাদের দুজনকে এক সঙ্গে স্ক্রিনে দেখা গিয়েছিল। ছবির নাম মাই নেম ইজখান। প্রতিবারের মতো সেবারও বক্স অফিসে ছড়িয়ে পড়েছিল কাজল-শাহরুখ ম্যাজিক। তারপর মাঝে চার বছরের ব্যবধান এবং বেশ কয়েকটি বিতর্কও। কিন্তু সেই সবকিছুকে পিছনে ফেলে আবার বক্স অফিস মাতাতে জুটি হতে চলেছেন দুই সুপারস্টার। আর এই অসাধ্য সাধন করতে চলেছেন একশো কোটির বক্স অফিসের বেতাজ বাদশা রোহিত শেট্টি। অ্যাকশন এবং কমেডি ছবির চৌহদ্দি পেরিয়ে এবার তিনি প্রবেশ করতে চলেছেন খাঁটি রোম্যান্টিক ছবির আঙিনায়। আর এমন ছবিতে কাজল-শাহরুখকে দিয়ে তিনি বউনি করবেন না তাও হয় নাকি! হয় না। তাই তো ইতিমধ্যে শাহরুখের বিপরীতে অভিনয় করার জন্যে কাজলকে রাজিও করিয়ে ফেলেছেন তিনি। খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ঘোষণাও করবেন তিনি। এবং সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই শ্যুটিং শুরু হয়ে যাবে বলে শোনা যাচ্ছে রোহিতের ঘনিষ্ঠমহলে। ওয়েবসাইট।